সোমবার, ০৭ জুলাই ২০২৫, ১০:২০ অপরাহ্ন

হবিগঞ্জের প্রেসক্লাবে মারুফা খাতুনের সংবাদ সম্মেলন

লিটন পাঠান
  • আপডেট : রবিবার, ৩০ জুলাই, ২০২৩

মাধবপুর প্রতিনিধি: ৩ বছর পেরিয়ে গেলেও মূল আসামীরা ধরা ছোয়ার বাইরে হবিগঞ্জর মাধবপুরে গ্রামবাসীকে ফাঁসাতে নিজের প্রতিবন্ধী ছেলেকে কুপিয়ে হত্যার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন নিহত রাষ্ট্র মিয়ার স্ত্রী মারুফা খাতুন। তিনি বাদী হয়ে হবিগঞ্জ বিজ্ঞ আমল আদালত- ০৬ মামলা করেন।

মামলা সূত্রে জানা যায়, গ্রামবাসীকে ফাঁসাতে গিয়ে পিতা ও পুত্রগণ দেশীয় অস্ত্র দ্বারা শারিরীক প্রতিবন্ধী রাষ্ট্র্র মিয়াকে হত্যা করেছে। হবিগঞ্জের মাধবপুর পৌরসভার ১নং ওয়ার্ড পূর্ব মাধবপুরের ১। গনি মিয়া পাঠান, পিতা: মৃত. রইছ উদ্দিন ২। ছুরুক পাঠান ৩। আফজাল পাঠান, ৪। উজ্জ্বল পাঠান ৫। এমরান পাঠান ৬। হৃদয় পাঠান ৭। বাদল পাঠান ৮। কাজল পাঠান (২ থেকে ৮নং এর সর্ব পিতা: গণি মিয়া পাঠান) ৯। জাহের পাঠান, পিতা- মৃত. আছম উদ্দিন ১০। রাসেল পাঠান, পিতা- জাহের উদ্দিন ১১। সাহেব পাঠান ১২। মান্না পাঠান (১১ ও ১২নং এর পিতা: ছুরুক পাঠান) ১৩। শেফালী পাঠান, স্বামী- উজ্জ্বল পাঠান ১৪। নাছিমা খাতুন, স্বামী- আফজল পাঠান, সর্ব সাং- পূর্ব মাধবপুর, থানা- মাধবপুর, জেলা হবিগঞ্জগণ এ হত্যাকান্ড ঘটায়।

তাদের বিরুদ্ধে খুুনের মামলাসহ অনেক মামলা মোকদ্দমা বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে। ৪নং আসামী উজ্জ্বল পাঠান এলাকার একজন চিহ্নিত মাদক, দাদন ব্যবসায়ী ও মামলাবাজ এবং তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা চলমান এবং একটি অপহরণ মামলায় সে এখন কারাগারে রয়েছে। তারা এতই উশৃঙ্খল যে যখন তখন বিনা কারণে বিনা উস্কানিতে সাধারণ নিরীহ লোকজনকে অশ্লীল গালাগালাজসহ মারধর করতো। আসামীদের বাড়ীর কাছে রয়েছে ফায়ার সার্ভিস রোড। এ রোড দিয়েই চলাচল করতো পূর্ব মাধবপুর গ্রামসহ সমগ্র গ্রামের লোকজন।

আসামীরা প্রায়ই এই রোডে চলাচলরত নিরীহ গ্রামবাসীদের বিভিন্ন অত্যাচার নির্যাতন করতো। রাষ্টু মিয়া হত্যাকান্ডের ৬ মাস পূর্বে এলাকার লোকজন আসামীদের বিরুদ্ধে পূর্ব মাধবপুর গ্রামে থানা পুলিশের উপস্থিতিতে তাদের অত্যাচার নির্যাতনের বিষয়ে একটি মিটিং করেন।

উক্ত মিটিং-এ মাধবপুর থানা পুলিশ আসামীদেরকে হুশিয়ারি ও সর্তক করে চলে গেলে তারা আরো ক্ষিপ্ত ও উশৃংখল হয়ে বিভিন্ন অজুহাতে সাধারণ মানুষের উপর নির্যাতনের মাত্রা এতটাই বৃদ্ধি করে যে, সাধারণ মানুষ আইন-আদালতের আশ্রয় নিতেও ভয় পেতে শুরু করে। অত্যাচার নির্যাতনের এক পর্যায়ে এলাকার মানুষ অতিষ্ট হয়ে রাষ্টু মিয়া হত্যাকান্ডের সপ্তাহখানেক পূর্বে তাদের বিরুদ্ধে পূর্ব মাধবপুর গ্রামসহ আশেপাশের গ্রামগুলোতে মাইকিং করে পূর্ব মাধবপুর, দক্ষিণ বাড়াচান্দুরা, মুরাদপুর, হরিশ্যামা, সুন্দাদিল ভাটিবাড়ি, কুটানিয়া, বলরামপুর, দিঘীরপাড়-গ্রামসমূহের লোকজন এবং জনপ্রতিনিধিসহ এলাকার মুরুব্বীয়ানদের উপস্থিতিতে ঘটনার তারিখে অর্থাৎ বিগত ১৩/১০/২০২০ইং তারিখে আনুমানিক রাত ৯টায় পূর্ব মাধবপুর সাকিনের হযরত আবু বক্কর (রঃ) জামে মসজিদ প্রাঙ্গনে খোলা জায়গায় কাউন্সিলর আফজল পাঠানের সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মিটিং-এ সর্বসম্মতিক্রমে আসামীদের বিরুদ্ধে প্রশাসনের সহায়তায় আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। আসামীগণ মিটিংয়ের খবর পেয়ে পূর্ব মাধবপুরের লোকজনের প্রতি আরো মারাত্মক আক্রোশান্বিত হয়ে ঐদিনই সন্ধ্যার পরপর নিজেদের কাউকে খুন করে মিটিংয়ে নেতৃত্বদানকারী সাধারণ লোকজনদের উচিত শিক্ষা দেওয়ার জন্য এক গভীর ষড়যন্ত্রের পরিকল্পনা করে।

পরিকল্পনা অনুযায়ী ১নং আসামী গণি মিয়া পাঠান ও ৪নং আসামী উজ্জ্বল পাঠানের নেতৃত্বে সকল আসামীরা মাধবপুর বাজার থেকে রাষ্ট্র মিয়া বাড়িতে গেলে তার রুমে প্রবেশ করিলে আসামীরা গ্রামবাসীকে ফাঁসানোর গভীর ষড়যন্ত্রে লিপ্ত থাকিয়া ১নং আসামী গণি মিয়া পাঠানের হুকুমে সবাই দেশীয় অস্ত্র দিয়ে হত্যা করে। এ সময় তার স্বামীকে হত্যাকারীদের হাত থেকে বাঁচানোর লক্ষ্যে বাধা দিলে তাকেও খুন করায় ভয় দেখাইয়া একটি ঘরে আটকিয়ে রাখে। মুমূর্ষু অবস্থায় তারা লোক দেখানোর জন্য মৃত রাষ্টু মিয়াকে সিএনজিতে উঠিয়ে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরিকল্পনার পরবর্তী অংশ হিসেবে রাষ্টু মিয়ার সুরতহাল ও ময়না তদন্ত সম্পন্ন করার পর ৪নং আসামী উজ্জ্বল মিয়া পাঠান বাদী হয়ে এলাকার ৪৬জন নিরীহ, নিরপরাধ মানুষকে আসামী শ্রেণীভ‚ক্ত এবং অজ্ঞাতনামা আরও ১০০ জন উল্লেখ করে মাধবপুর থানায় একটি মিথ্যা হত্যা মামলা দায়ের করে।

আসামীগণ সত্য প্রকাশ না হওয়ার শর্তে মারুফা খাতুনকে বিভিন্ন প্রলোভন তথা জায়গা সম্পত্তি তাকে বাড়িয়ে দিবে বলিয়া তাকে বাড়িতে বন্দি অবস্থায় রাখে। অনেক সময় পার হওয়ার পর আত্মরক্ষার উদ্দেশ্যে কৌশলে পালিয়ে মারুফা খাতুন তার পিত্রালয়ে চলিয়া গিয়ে বাদী হয়ে স্বামীর খুনিদের বিচারের দাবীতে ও ন্যায় বিচারের স্বার্থে আসামীগণদের বিরুদ্ধে হবিগঞ্জ বিজ্ঞ আমল আদালত- ০৬ একটি হত্যা মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS