বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০১:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জুলাই গণ–অভ্যুত্থানের শহীদদের ‘জাতীয় বীর’ ঘোষণা ইউনিয়ন ব্যাংকের তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন এবি ব্যাংক-এর ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ইসলামী ব্যাংকের নবনিযুক্ত এমডি’র সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ৫ আগস্ট ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে রূপগঞ্জে যুবদলের মোটরসাইকেল শোভাযাত্রা  মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল এর জুলাই পুনর্জাগরণ ২০২৫ উদযাপন ফ্যাসিবাদী সরকারের পতন দিবসে নব্য ফ্যাসিবাদী অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ দাবী করেছে ৫ দলীয় বাম জোট ট্রাস্ট ব্যাংকের ১ বিলিয়ন ডলারের রেমিট্যান্স অর্জন ভয় নেই তার-  লায়ন মোঃ গনি মিয়া বাবুল  হবিগঞ্জে হাতকড়াসহ পালালেন আওয়ামী লীগ  নেতা

দেশে জনপ্রিয়তা বাড়ছে কসপ্লের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২৬ জুলাই, ২০২৩

ঢাকা সামার কন মঞ্চে নজর কেড়েছে কসপ্লে

নিজস্ব প্রতিবেদকঃ ড্রাগন বল সুপার হিরো’র ব্ল্যাক গোকু, অ্যাটাক অন টাইটান থেকে মিকাসা একারমেন, চোজি আকিমিচি, ররোনোয়া জরো, সিজুকুর মতো অ্যানিমে ও কার্টুন চরিত্রগুলোকে বাস্তবরূপে ঠিক অবিকল সাজ আর পোশাক পরে ঘুরতে দেখা যায় ‘ঢাকা সামার কন ২০২৩’ মঞ্চে। টিভিতে দেখা নিজেদের পছন্দের চরিত্রের মতো করে সেজেগুজে তরুণ-তরুণীরা এ ফেস্টিভ্যালের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

চলতি মাসের ১৩, ১৪ ও ১৫ জুলাই ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-এর হল ৩ এবং ৪ এ নানান রকম বিনোদনের উপকরণ ও কার্যক্রম নিয়ে   তিনদিন ব্যাপী দেশের সবচেয়ে বড় পপ কালচার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। ‘ঢাকা সামার কন ২০২৩’ শিরোনামের এই পপ কালচারাল উৎসবে দেশের ৩০টি ব্যান্ড মঞ্চ মাতিয়েছে। পপ সঙ্গীতের পাশাপাশি এই আয়োজনে নজর কেড়েছে কসপ্লে। যেখানে কার্টুন, সিরিজ থেকে পছন্দের একেকটি চরিত্রের মতো করেই নিজেদের সাজিয়ে তোলেন কসপ্লেয়ারেরা।

কসপ্লে প্রতিযোগিতায় একক অংশগ্রহণে ছিল ১৫০ জন, শিশু ১০ জন এবং দলীয় ১২টা গ্রুপ। কসপ্লেয়ারদের মধ্যে থেকে একক, দলীয় এবং শিশু এই তিন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।

গান পরিবেশনার পাশাপাশি এই ফেস্টিভ্যালে তিনদিনই অনেক আয়োজন ছিল। যেমন- কমিক বই, এক্সপেরিয়েন্স জোন, কিডস জোন, হিপ পপ, কে-পপ, গেমিং, ফুড জোন, প্যানেল আলোচনা ইত্যাদি।

এই ফেস্টিভ্যালের আয়োজন করে দেশের শীর্ষ স্থানীয় ইভেন্ট ম্যানেজমেন্ট ও জনসংযোগ কোম্পানি মিডিয়াকোয়েস্ট বাংলাদেশ। ঢাকা সামার কন ২০২৩’র কনভেনর এবং মিডিয়াকোয়েস্ট বাংলাদেশ-এর সহ-প্রতিষ্ঠাতা তারিকুল সুমন বলেন, এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল এ প্রজন্মের তরুণদের মাঝে কসপ্লেকে আরও জনপ্রিয় করে তোলা এবং সবাইকে একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মে নিয়ে আসা। বর্তমান প্রজম্মের মধ্যে কসপ্লের আগ্রহ দেখে সত্যিই ভালো লাগছে। 

তিনি আরও বলেন, সকল প্রকার বিনোদনের সমারহ নিয়ে প্রথমবারের মতো এই ফেস্টিভাল আয়োজন করা হয়েছে। পছন্দের সুপারহিরোর পারফর্মেন্সের পাশাপাশি দেশের জনপ্রিয় সকল সঙ্গীত ব্যান্ডগুলোর মিলন মেলায় পরিনত হয় ঢাকা সামার কনের মঞ্চ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS