নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সঙ্গে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) আজ ১৮ জুলাই ২০২৩, মঙ্গলবার সকাল ১১.৩০ ঘটিকার সময় বিজয়নগর পানির ট্যাংকি সংলগ্ন কালভার্ট রোডে শুরু হয়ে দৈনিক বাংলা – ফকিরাপুল মোড় – কাকরাইল নাইটিঙ্গেল পর্যন্ত “পদযাত্রা কর্মসূচি” পালন করে।
ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) সভাপতি কে এম আবু তাহেরের সভাপতিত্বে পদযাত্রা পূর্ব সভায় বক্তব্য রাখেন এনডিপি মহাসচিব আবদুল্লাহ-আল-হারুন (সোহেল), প্রেসিডিয়াম সদস্য মিজানুর রহমান পাটোয়ারী, সহ-সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান সুমন, বাংলাদেশ মুসলিম সমাজের সভাপতি মাসুদ হোসেন।
বক্তব্যে এন ডি পি সভাপতি কে এম আবু তাহের বলেন যে, এই সরকার একটি দেউলিয়া সরকার। এই সরকার লুটপাট, গুম হত্যা করেছে। মানুষের মানবিকতা ধ্বংস করেছে। তাই তাদের জনপ্রিয়তা এখন ৮% এর নিচে। ২০১৪ ও ২০১৮ সনের নির্বাচনের পর ২০২৪ সনের নির্বাচনেও তারা নীলনক্সা করছে যা গতকাল ঢাকা -১৭ আসনের উপ – নির্বাচনে প্রতিফলিত হয়েছে। তারা একটি নির্দলীয় প্রার্থীর নিকট ধরাশায়ী হয়ে যাওয়ার ভয়ে তাকে ভোট কেন্দ্রের ভিতর ও বাহিরে নির্যাতন করেছে। তিনি বলেন, এই সরকারকে পদচ্যুত করা ছাড়া কোনো বিকল্প নাই কারন ২০১৮ সনে মিথ্যা মামলার ফরমায়েশি রায়ে বেগম জিয়াকে জেলখানায় পাঠানো হয়েছে আর এক ষড়যন্ত্রের মামলায় তারেক জিয়াকে দেশে এসে জনগণের কথা বলতে দেয়া হচ্ছে না। এবার তারা বিরোধীদল সমূহের কেন্দ্রীয় নেতাদের গ্রেফতারের পরিকল্পনা করছে।
এনডিপি মহাসচিব আবদুল্লাহ-আল-হারুন (সোহেল) বলেন, চারিদিকে এখন ষড়যন্ত্র চলছে। মানুষের ভোটাধিকার হরণ করে শেখ হাসিনার নেতৃত্বে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করে পুনরায় আওয়ামীলীগ সরকার ক্ষমতা কুক্ষিগত করার পাঁয়তারা করছে। তিনি বলেন সিন্ডিকেট ব্যবসায়ীরা একজোট হয়েছে, তারা লুটপাট আর বিদেশে অর্থ পাচারের রাজত্ব কায়েম করতে আবার শেখ হাসিনার সরকার চায়। তিনি সরকারকে হুশিয়ার করে বলেন যে, আগামী জাতীয় নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিধান করে আপনার আপনাদের মেয়াদপূর্ণ করুন কিন্তু আপনাদের অধীন নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করবেন না তাহলে মেয়াদের আগেই আপনাদের পতন হবে।
অতএব, উল্লেখিত “পদযাত্রা কর্মসূচি”র প্রেস বিজ্ঞপ্তিটি আপনার জনপ্রিয় মিডিয়ায় প্রচার করিলে কৃতজ্ঞ থাকবো।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply