মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৮ পূর্বাহ্ন

গ্রোসারি পিকআপ সুবিধা চালু করলো ফুডপ্যান্ডা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ১৩৭ Time View

নিজস্ব প্রতিবেদক: স্টোর থেকেই গ্রাহকদের জন্য সরাসরি গ্রোসারি পিকআপ করার সুবিধা চালু করলো শীর্ষস্থানীয় ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা।

সোমবার (১৭ জুলাই) থেকে এ সুবিধা চালু হয়েছে। এখন শুধুমাত্র গুলশান-২ এ অবস্থিত ফুডপ্যান্ডার নিজস্ব গ্রোসারি ডার্কস্টোর প্যান্ডামার্ট থেকে গ্রাহকরা গ্রোসারি পিকআপ করার সুযোগ পাচ্ছেন। এ সুবিধা ব্যবহারের জন্য গ্রাহককে ডেলিভারি চার্জ দিতে হবে না।

এর আগে রেস্তোরাঁ থেকেও সরাসরি খাবার নেওয়ার জন্য পিকআপ সুবিধা চালু করেছিল ফুডপ্যান্ডা। এরই ধারাবাহিকতায় এবার গ্রাহকদের সুবিধার্থে প্যান্ডামার্ট ডার্কস্টোর থেকে গ্রোসারি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্যও পিকআপ সুবিধা আনল প্রতিষ্ঠানটি। এর ফলে গ্রাহকরা ফুডপ্যান্ডার মাধ্যমে অনলাইন এবং অফলাইনে পণ্য কেনার সুযোগ পাচ্ছেন।

শহরের ব্যস্ত গ্রাহকদের জন্য পিকআপ সুবিধাটি আকর্ষণীয় হতে পারে। এ সুবিধার ফলে গ্রাহকরা প্যান্ডামার্ট ডার্কস্টোর থেকে তার অর্ডার করা গ্রোসারি ও নিত্য প্রয়োজনীয় পণ্য পিকআপ করতে পারবেন। সহজেই গ্রোসারি ও নিত্য প্রয়োজনীয় পিকআপ করতে পারায় গ্রাহকদের কেনাকাটার অভিজ্ঞতা আরও উন্নত হবে।

ফুডপ্যান্ডা বাংলাদেশের ডিমার্টের ডিরেক্টর মোহাম্মদ তাবরেজ খান বলেন, “গ্রাহকদের সুবিধাজনক উপায়ে গুণগত মান নিশ্চিত করে তাদের কেনাকাটার অভিজ্ঞতা সমৃদ্ধ করতে আমরা নিবেদিতভাবে কাজ করছি। এখন পিকআপ সুবিধাটি গ্রাহকের জন্য সশরীরে গিয়ে পণ্য কেনার পরিপূরক উপায় হতে পারে। এর ফলে গ্রাহকদের অর্ডার নেওয়ার ক্ষেত্রে যেমন ডেলিভারি চার্জ দিতে হবে না তেমনি পিকআপের জন্য তারা বিশেষ ধরনের ছাড়ও উপভোগ করতে পারবেন। পাশাপাশি গ্রাহকদের জীবনযাপন এবং পছন্দের সাথে সামঞ্জস্য রেখে কেনাকাটার জন্য পিকআপ একটি বিকল্প উপায় হতে পারে। বাংলাদেশের গ্রাহকদের গ্রোসারি ও নিত্য প্রয়োজনীয় পণ্য কেনাকাটার অভিজ্ঞতাকে নতুন এক উচ্চতায় নিয়ে যেতে পারায় আমরা উচ্ছ¡সিত।”

ফুডপ্যান্ডার গ্রোসারি পিকআপ সুবিধাটি এখন হংকং, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে চালু রয়েছে। এছাড়া খুব শিগগিরই পাকিস্তানেও সুবিধাটি চালু হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2024 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS