হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার আহমদপুরে বিয়ের প্রলোভন দিয়ে কিশোরীকে এক সাপ্তাহ আটক রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
গতকাল সন্ধ্যায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে সে উপজেলার ধর্মঘর ইউনিয়নের আহমদপুর এলাকার জৈনিক ব্যক্তির কন্যা। ওই কিশোরী জানায়, দীর্ঘদিন ধরে তার সাথে প্রেমের সম্পর্ক চলে আসছিলো একই উপজেলার মিরনগর এলাকার জুবায়ের মিয়ার।
গত ২৭ জুন বিয়ের প্রলোভন দিয়ে কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে নিজ বাড়িতে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে জুবায়ের। গত ৩ জুলাই যুবতির বাড়ির সামনে রেখে পালিয়ে যায় ওই যুবক। বিষয়টি পরিবারের লোকজন অবগত করা হলে ভোক্তভোগীর পিতা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। এরই প্রেক্ষিতে গত বৃহস্পতিবার বিকেলে জুবায়ের মিয়াকে মিরনগর এলাকা থেকে আটক করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply