নিজস্ব প্রতিবেদকঃ সিটি কর্পোরেশনে নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ায় নির্বাচন কমিশন ও প্রশাসনকে অভিনন্দন জানিয়ে ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান এসএম আশিক বিল্লাহ বলেছেন এই নির্বাচন প্রমাণ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছ ও গ্রহণযোগ্য হবে। দেশের গণতন্ত্র এবং উন্নয়নের স্বার্থে সব দলকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ডেমোক্রেটি পার্টির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আহ্বান জানিয়েছে। দলটি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
শনিবার (২৪ জুন) দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
পাঁচ সিটিতে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন হওয়ায় ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে নির্বাচন কমিশন ও প্রশাসনকে অভিনন্দন জানানো হয়। এলক্ষে শুক্রবার (২৩ জুন) সকালে রাজধানীতে হাতিরপুলে ৭/২ ইস্টার্ণ প্লাজায় কেন্দ্রীয় কার্যালয়ে ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান এস. এম. আশিক বিল্লাহর সভাপতিত্বে এক আলোচনা সভায় এই অভিনন্দন জানোনো হয়। এতে বক্তব্য রাখেন জাতীয় পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
সভাপতির বক্তব্যে এস. এম. আশিক বিল্লাহ বলেন, এই নির্বাচনে জনগণের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটেছে। সুষ্ঠুভাবে নির্বাচন হওয়ায় স্থানীয় প্রশাসন, পুলিশ, র্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকায় ধন্যবাদ জানিয়েছেন বক্তারা।
এছাড়া ডেমোক্রেটিক পার্টির কেন্দ্রীয় কমিটি, ঢাকা জেলা কমিটি, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটি, নড়াইল, যশোর, মাগুরা, ঝিনাইদাহ, ফরিদপুর, রাজবাড়ী, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, খুলনা জেলা ও মহানগর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, গাজীপুর, গাজীপুর মহানগর, পাবনা, রংপুর জেলা ও মহানগর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, নীলফামারী, কক্সবাজার জেলা কমিটি ও ১১০ টি উপজেলা কমিটিসহ ডেমোক্রেটিক পার্টির সকল কমিটির পক্ষ থেকে নির্বাচন কমিশন ও প্রশাসনকে অভিনন্দন জানানো হয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply