নিজস্ব প্রতিবেদক: ৫টি সিটি কর্পোরেশন নির্বাচনে স্বচ্ছ, নিরপেক্ষ ও গণতন্ত্র পদ্ধতিতে ভোট উপহার দেওয়ায় ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারসহ সকল নির্বাচন কমিশনার ও কর্মকর্তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান এস এম আশিক বিল্লাহ।
শুক্রবার (২৩ জুন) সকালে ৭/২, ইস্টার্ণ প্লাজা, হাতিরপুল কেন্দ্রীয় কার্যালয় ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান এস. এম. আশিক বিল্লাহর সভাপতিত্বে এক আলোচনা সভায় এই অভিনন্দন জানোনো হয়।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের ব্যক্তিত্বগণ।
সভাপতির বক্তব্যে এস. এম. আশিক বিল্লাহ বলেন, এই নির্বাচন হয়েছে জনগণের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটে। গণতন্ত্রের প্রথম ধাপ গণমানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। যা নির্বাচন কমিশনারের ভূমিকা প্রশংসনীয়।
সুষ্ঠভাবে নির্বাচন হওয়ায় স্থানীয় প্রশাসন, পুলিশ, র্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকায় ধন্যবাদ জানান। আমরা আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে সাংবিধানিকভাবে সকল রাজনৈতিক দলকে অংশগ্রহণ করার জন্য সিইসির কাছে আমাদের ডেমোক্রেটিক পার্টির প্রত্যাশা।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply