এমটিবি ফাউন্ডেশন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সাথে সামঞ্জস্য বজায় রেখে সুস্বাস্থ্য, অন্তর্ভূক্তিমূলক শিক্ষা, উৎপাদনশীল কর্মসংস্থান ও অসমতা দূরীকরণ সহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার প্রয়াসে, পিএফডিএ ভকেশনাল ট্রেনিং সেন্টার ট্রাস্ট (পিএফডিএ ভিটিসি)-এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে।
এমটিবি’র প্রধান কার্যালয়, এমটিবি সেন্টার, গুলশান-১, ঢাকায় এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব গ্রুপ ইন্টার্নাল কন্ট্রোল অ্যান্ড কমপ্ল্যায়ান্স, গৌতম প্রসাদ দাস এবং গ্রুপ চীফ ফাইন্যান্সিয়াল অফিসার, মোহাম্মদ নাজমুল হোসেনের উপস্থিতিতে সামিয়া চৌধুরী, ভারপ্রাপ্ত সিইও, এমটিবি ফাউন্ডেশন এবং সাজিদা রহমান ড্যানি, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, পিএফডিএ ভকেশনাল ট্রেনিং সেন্টার ট্রাস্ট (পিএফডিএভিটিসি), নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
এছাড়াও এই অনুষ্ঠানে পিএফডিএ ভিটিসি-এর অধ্যক্ষ, বেগম নুরজাহান এবং মহাব্যবস্থাপক, এ.কে.এম শহিদউল্লাহ সহ এমটিবি’র অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply