সম্প্রতি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি বাংলাদেশ ব্যাংকের সহায়তায় SEIP প্রকল্পের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির দ্বিতীয় পর্বের আওতায় দিনাজপুরে এসএমই খাতের নতুন উদ্যোক্তাদের জন্য এক মাসব্যাপী নিবিড় প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেছে।
দেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নসহ নতুন এসএমই’র অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করার জন্য এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ইউসিবি নতুন প্রশিক্ষিত উদ্যোক্তাদের ব্যবসার উন্নয়নের জন্য ঋণ সুবিধা প্রদান করবে।
বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. নজরুল ইসলাম এবং ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও সৈয়দ ফরিদুল ইসলাম যৌথভাবে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ জাহিদ ইকবাল, ইউসিবির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং এসএমই প্রধান মো. মহসিনুর রহমান, ইউসিবির দিনাজপুর শাখা প্রধান মো. মামুন রশীদ এবং দুই প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply