শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৭ পূর্বাহ্ন

উখিয়ায় বিপন্ন প্রজাতির চারা রোপণ কার্যক্রম উদ্বোধন

ইমরান আল মাহমুদ
  • আপডেট : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ১৫৯ Time View

উখিয়া: উখিয়ায় টেকসই বন ও জীবিকা প্রকল্পের বৃক্ষরোপণ শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাস। রবিবার(২৮ মে) দুপুরে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের আওতাধীন উখিয়া রেঞ্জের উখিয়া সদর বিটের রাজাপালং মধুরছড়া এলাকায় বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন করা হয়। 

বনবিভাগ সূত্রে জানা যায়, উখিয়ায় সুফল প্রকল্পের ২০২২-২৩ অর্থবছরের এবারে ৫০ হেক্টর সংরক্ষিত বনভূমিতে বিরল ও বিপন্ন প্রজাতির ১লাখ ২৫হাজার চারা রোপণ করা হবে। তাছাড়া দোছড়ি বিট,থাইংখালী সহ উখিয়া রেঞ্জের সংরক্ষিত বনভূমি সবুজায়ন করার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে বনবিভাগ। 

রবিবার দুপুর ১২টার দিকে রোহিঙ্গা ক্যাম্পের পাশ্ববর্তী রাজাপালং মধুরছড়া ও ফলিয়াপাড়া সংরক্ষিত বনভূমি ঘুরে দেখেন চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাস। এসময় কক্সবাজার দক্ষিণ বিভাগীয় বন কর্মকর্তা মো. সারওয়ার আলম, সহকারী বন সংরক্ষক মো. আনিসুর রহমান,উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম উপস্থিত ছিলেন। 

পরে বৃক্ষরোপণ উদ্বোধন উপলক্ষ্যে সংরক্ষিত বনভূমিতে বিরল ও বিপন্ন প্রজাতির বুদ্ধ নারিকেল গাছের চারা রোপণ করেন চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক। এরপর কক্সবাজার দক্ষিণ বিভাগীয় বন কর্মকর্তা, সহকারী বন সংরক্ষক একটি করে চারা রোপণ করেন। পরে বনে সবুজায়নের সকল প্রকল্পের খোঁজ নেন তিনি। এসময় উখিয়া রেঞ্জের সংরক্ষিত বনভূমিতে সামাজিক বনায়ন,সুফল প্রকল্প সহ বনবিভাগের বিভিন্ন কার্যক্রম চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক কে অবগত করেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা। 

বৃক্ষরোপণ উদ্বোধন শেষে দুপুর ১টার দিকে কক্সবাজারের উদ্দেশ্যে উখিয়া ত্যাগ করেন প্রতিনিধিবৃন্দ। বৃক্ষরোপণ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন চ্যালেন আই’র স্টাফ রিপোর্টার ও দৈনিক আমাদের সময় পত্রিকার কক্সবাজার প্রতিনিধি সরওয়ার আজম মানিক সহ বিভিন্ন বিটের কর্মকর্তা ও অন্যান্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2024 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS