নিজস্ব প্রতিনিধিঃ খুলনার খালিশপুর এলাকায় বিআইডিসি রোড সংস্কার ও প্রশস্তকরণের কাজ চলাকালীন ওয়াসার পাইপ ফেটে পানি জমে সড়কের পাশে সাতটি বৈদ্যুতিক খুঁটি হেলে পড়েছে। এতে অন্তত ১০টি বাসা বাড়ি ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়দের দাবি ঠিকাদার, ওয়াসা ও বিদ্যুৎ বিভাগের অবহেলায় ঘটেছে এ দুর্ঘটনা।
স্থানীয়রা জানান, সকাল ১১টার দিকে সড়কে কাজ চলাকালীন এস্কেভেটরের আঘাতে ওয়াসার পানির পাইপ ফেটে যায়। এতে বৈদ্যুতিক খুঁটির গোড়ায় পানি জমতে থাকে। বারবার তাগাদা দিয়েও ওয়াসা কিংবা বিদ্যুৎ বিভাগ কোনো পদক্ষেপ না নেয়ায় দুপুর ২টার দিকে সড়কের নিউজপ্রিন্ট মিল মোড়ে হেলে দোকান-বাড়ির ওপর পড়ে খুঁটিগুলো।
আরিফুল ইসলাম নামের স্থানীয় ব্যক্তি বলেন, ‘দীর্ঘদিন ধরেই আমাদের এ এলাকার মানুষ দুর্ভোগে রয়েছে। একটু বৃষ্টি হলেই পানি জমে, ধুলাবালিসহ বিভিন্ন কারণে দিন দিন বসবাসের অযোগ্য হয়ে পড়ছে এলাকা। আজকে যে দুর্ঘটনা ঘটলো এতে অনেক মানুষের প্রাণও যেতে পারত। আল্লাহ রহমত করেছে তাই আমরা বেঁচে গেছি।’
এ বিষয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ বিভাগ-৩) মনজুল কুমার স্বর্ণকার বলেন, ‘সড়কে কাজের ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট কেউ আমাদের অবগত করেনি। দুর্ঘটনার পরে আমরা এখানে এসেছি। এতে আমাদের সাতটি খুঁটি ও ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ মুহূর্তে আর্থিক বিষয় নিশ্চিতভাবে জানাতে পারেননি তিনি।’
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply