৭০০ কোটি টাকার টোল আদায়ের মাইলফলক স্পর্শ করেছে পদ্মা সেতু। অন্যান্য যানবাহনের পাশাপাশি গত ঈদুল ফিতরে দেশের দীর্ঘতম এ সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হওয়ায় বেড়েছে আদায়ের পরিমাণ।
গত বছরের ২৫ জুন উদ্বোধনের পরদিন যানবাহনের জন্য পদ্মা সেতু খুলে দেয়া হয়।
সেতু কর্তৃপক্ষ জানায়, গতকাল শুক্রবার (১২ মে) সন্ধ্যা পর্যন্ত টোল আদায় হয়েছে ৭০২ কোটি ৪১ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা।
১০ মাস ১৭ দিন বা ৩২১ দিনে এই পরিমাণ টোল আদায় হয়েছে- তথ্যটি উল্লেখ করে পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী জানান, শিগগিরই সেতুতে স্বয়ংক্রিয় আধুনিক পদ্ধতিতে টোল আদায় শুরু হচ্ছে। যা দেশের আধুনিক যোগাযোগ ব্যবস্থায় ভিন্নমাত্রা যোগ করবে।
এ পর্যন্ত সেতুতে একদিনের সর্বোচ্চ টোল আদায় হয়েছে ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা। আর একদিনে সর্বোচ্চ যানবাহন পারাপার হয়েছে অর্ধ লাখের বেশি।
Design & Developed By: ECONOMIC NEWS