দুর্নীতির অভিযোগ তুলে ২০১২ সালে পদ্মা সেতু প্রকল্পের অর্থায়ন থেকে সরে গিয়েছিল বিশ্বব্যাংক। সংস্থাটির সেই সিদ্ধান্তের বিষয়ে হতাশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১ মে) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংক সদর দফতরে সংস্থাটির নির্বাহী পরিচালকদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ হতাশা প্রকাশ করেন।
তিনি বলেন, ‘আমি হতাশ। বাইরের চাপের কারণে দুর্নীতির অভিযোগ তুলে পদ্মা সেতুর মতো গুরুত্বপূর্ণ প্রকল্পের অর্থায়ন থেকে বিশ্বব্যাংক সরে গিয়েছিল।’
প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাংককে অবশ্যই তার মূল উদ্দেশ্য দারিদ্র্য বিমোচন এবং উন্নয়ন অর্থায়নের প্রতি মনোযোগী থাকতে হবে।’
এর আগে, ওয়াশিংটনে বিশ্বব্যাংক সদর দফতর প্রাঙ্গণে আয়োজিত একটি আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বাংলাদেশের উন্নয়নের সাফল্য তুলে ধরেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আশা করি স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য আমাদের উৎসাহব্যঞ্জক যাত্রায় বিশ্বব্যাংক আমাদের সঙ্গে থাকবে। আসুন আমরা একটি উজ্জ্বল ভবিষ্যতের জন্য যৌথ আস্থার চেতনায় একসঙ্গে কাজ করি।’
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাসের সঙ্গে যৌথভাবে ৫০ বছরের বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন। এরপর তারা প্রদর্শনীর কিছু অংশ ঘুরে দেখেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘এই আলোকচিত্র প্রদর্শনীতে বাংলাদেশের পিছিয়ে থাকা লোকদের উন্নয়নের গল্প তুলে ধরা হয়েছে। এটি বাংলাদেশকে একটি সহনশীল ও সমৃদ্ধ ভূমিতে পরিণত করার জন্য আমাদের সরকারের সংকল্পের প্রতিফলন।’
Design & Developed By: ECONOMIC NEWS