শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ০২:০৩ পূর্বাহ্ন

ডিএসই’র পক্ষ থেকে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
  • ২০৫ Time View

বাংলাদেশ সরকারের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করায় ডিএসই’র পক্ষ থেকে মো. সাহাবুদ্দিন চুপ্পুকে ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু অভিনন্দন জানিয়েছেন৷

অভিনন্দন বার্তায় ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু বলেন, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিশ্ব অর্থনীতি এক সংকটময় পরিস্থিতি পার করছে৷ বাংলাদেশও এর বাইরে নয়৷ তবে অসীম সাহসী ও দুরদর্শী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল চ্যালেঞ্জকে সুযোগে পরিণত করে এগিয়ে চলছে বাংলাদেশ। একের পর এক রচিত হচ্ছে উন্নয়নের সাফল্যগাথা৷

এমনি এক সময়ে আপনার দায়িত্ব গ্রহণ বাংলাদেশের উন্নয়নের রূপকার, ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্ঠা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ভাবনী চিন্তা চেতনা বাস্তবায়নে একজন যোগ্য ব্যক্তিত্বকেই নির্বাচিত করা হয়েছে বলে আমরা মনে করি৷

আমরা আরও বিশ্বাস করি, আপনার দীর্ঘ কর্মময় ও রাজনৈতিক জীবনের অভিজ্ঞতার আলোকে দেশের সর্বোচ্চ ব্যক্তি হিসেবে অর্থনৈতিক উন্নয়নে দেশের চলমান উন্নয়ন কার্যক্রমে এবং মাননীয় প্রধানমন্ত্রীর অনবদ্য জয়যাত্রায় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আপনার সব ধরনের সহযোগিতা থাকবে।

আমরা নিশ্চিত, আপনার সফল নেতৃত্ব, প্রজ্ঞা এবং দিকনির্দেশনায় সকল ক্ষেএে আগামীতে আরও বেশি সফলতা অর্জনের মাধ্যমে বিশ্বব্যাপী বাংলাদেশের ভাবমূর্তি অধিকতর উজ্জ্বল করবে৷

Please Share This Post in Your Social Media

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS