ঈদের দিনে দেশের সব বিভাগেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া অধিদফতর। কিন্তু সকাল থেকে তাপমাত্রার পারদ দেখে অনেকেই হতাশ হয়েছেন। তবে, আশাহত হওয়ার সময় এখনও আসেনি বলেই বার্তা দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিস বলছে, দেশের বেশিরভাগ স্থানে সন্ধ্যার দিকে ঝড়-বৃষ্টি হতে পারে। শুক্রবার (২১ এপ্রিল) বৃষ্টি হওয়ায় শনিবার (২২ এপ্রিল) তাপপ্রবাহ অনেকটা কমে গেছে। স্বস্তি ফিরেছে জনজীবনে।
শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক সংবাদমাদ্যমকে জানান, ‘আজকে ঢাকায় সারা দিন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকারই সম্ভাবনা বেশি। ফলে দিনের বেলায় বৃষ্টির সম্ভাবনা কম। তবে, কিছু কিছু জায়গায় সন্ধ্যার দিকে বা রাতে দমকা থেকে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এদিকে শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগ ছাড়া অন্যান্য বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টি হয়েছে। এ সময়ে তেঁতুলিয়ায় সবচেয়ে বেশি ১৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
এখনও দেশের তিন বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল যশোরে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। আর শনিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল তেঁতুলিয়ায়।
Design & Developed By: ECONOMIC NEWS