শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০৩:০৯ অপরাহ্ন

নিউমার্কেটে অগ্নিকাণ্ডের যথাযথ তদন্ত করে উপযুক্ত ক্ষতিপূরণ দিন: মার্কসবাদী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ২১২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড ডাঃ এম এ সামাদ ও সাধারণ সম্পাদক কমরেড সাহিদুর রহমান  ১২ এপ্রিল ২০২৩ সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে ৮ মাসের ব্যবধানে আবারো সারের মূল্য বৃদ্ধির ঘটনায় তীব্র প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)র কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড ডাঃ এম এ সামাদ ও সাধারণ সম্পাদক কমরেড সাহিদুর রহমান  আজ ১৬ এপ্রিল ২০২৩  সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে ঢাকার নিউমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে  বলেন, ঈদের আর মাত্র কয়েকদিন বাকী। এই মুহূর্তে ঢাকার প্রাণকেন্দ্র নিউমার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা মানুষকে চরমভাবে বিপদে ফেলে দিয়েছে।

নেতৃদ্বয় বলেন, এক সময় ঢাকা শহরে  অনেক খাল ও পুকুর ছিল; আজ বেশিরভাগ ডোবা, জলাশয়, খাল, পুকুর দখল করে, ভরাট করে তথাকথিত উন্নয়ন ঘটানো হয়েছে। এই সমস্ত অগ্নিকাণ্ডের ঘটনায় প্রমাণিত হয় সরকার সিটি কর্পোরেশনসহ দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের অবহেলা, অগ্নি নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা এবং সক্ষমতা কত কম।

নেতৃদ্বয় অগ্নিকান্ডে সর্বস্ব হারানো মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটন, ক্ষতির পরিমাণ নির্ধারণ করে ক্ষতিগ্রস্থদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান এবং সরকারের অব্যবস্থাপনা দুর্নীতি লুটপাট এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS