নিজস্ব প্রতিবেদকঃ বীর মুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী আর নেই। মঙ্গলবার (১১ এপ্রিল) রাত ১১টার কিছু পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ন্যাশনাল সবুজ বাংলা পার্টি- এনএসবি পার্টির মহাসচিব সৈয়দ আহমদ শফী আশরাফী শোক প্রকাশ করেছেন।
জাফরুল্লাহ চৌধুরীর জন্ম ১৯৪১ সালের ২৭ ডিসেম্বর। তিনি একজন বাংলাদেশি চিকিৎসক, জনস্বাস্থ্য সক্রিয়তাবাদী রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বীর মুক্তিযোদ্ধা। তিনি গণস্বাস্থ্য কেন্দ্র নামক স্বাস্থ্য বিষয়ক এনজিওর প্রতিষ্ঠাতা। ১৯৮২ সালে প্রবর্তিত বাংলাদেশের ‘জাতীয় ঔষধ নীতি’ ঘোষণার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
ন্যাশনাল সবুজ বাংলা পার্টি- এনএসবি পার্টির মহাসচিব সৈয়দ আহমদ শফী আশরাফী আরো বলেন- ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে দেশ একজন প্রকৃত দেশপ্রেমিক হারালো। পরোপকারী ও মানবহিতৈষী সহৃদয়ের একজন মানুষের শূন্যস্থান কখনোই পূরণ হবার নয়। আমি তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহ যেন তাঁকে বেহেশত নসীব করেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply