নিজস্ব প্রতিনিধিঃ ঝিনাইদহে হরিণাকুন্ডুতে আগুনে ৩০ বিঘা জমির পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার দৌলতপুর ইউনিয়নের বরিশখালী-শ্রীরামপুর গ্রামের মাঠে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক মারুফ আলী বলেন, দুপুরে হঠাৎ রফিকুল লস্করের পানের বরজে আগুন ধরে যায়। মুহূর্তেই তা আশপাশের পানের বরজে ছড়িয়ে পড়ে। আগুনের খবর পেয়ে ঝিনাইদহ ও হরিণাকুন্ডু ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে যায় ওই মাঠের ২২ কৃষকের প্রায় ৩০ বিঘা জমির পানের বরজ।
হরিণাকুন্ডু ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা জামাল উদ্দিন জানান, বিড়ি বা সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানানো হবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply