বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য সহায়তার জন্য অতিরিক্ত ২৩ দশমিক ৮ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
সোমবার (১০ এপ্রিল) ঢাকার মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির মাধ্যমে এ অর্থায়ন রোহিঙ্গা শরণার্থীদের জরুরি খাদ্য ও পুষ্টি সহায়তা প্রদানে ব্যবহার করা হবে।
নতুন এ অর্থায়ন কক্সবাজার ও ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গা শিশু, অন্তঃসত্ত্বা/স্তন্যদানকারী নারীদের জন্য তাজা খাবারসহ প্রয়োজনীয় খাদ্য এবং পুষ্টি সরবরাহে ইউএসএআইডি জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সঙ্গে কাজ করবে।
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেন, যুক্তরাষ্ট্র শরণার্থীদের সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। রোহিঙ্গাদের সহায়তায় আরো অনেক সহায়তা প্রয়োজন। রোহিঙ্গাদের সহায়তায় অন্য দাতাদের অতিরিক্ত সহায়তা প্রদানে অনুরোধ করছে যুক্তরাষ্ট্র।
Design & Developed By: ECONOMIC NEWS