শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০৭:৫০ পূর্বাহ্ন

দেশে চূড়ান্ত জনসংখ্যা ১৭ কোটি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ২৪৪ Time View

দেশের সমন্বয়কৃত মোট জনসংখ্যা এখন ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। সমন্বয়কৃত মোট জনসংখ্যার ৬৮ দশমিক ৩৪ শতাংশ পল্লিতে এবং ৩১ দশমিক ৬৬ শতাংশ শহরে বাস করে।

জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী দেশের গণনাকৃত মোট জনসংখ্যা ছিল ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। পিইসিতে প্রাপ্ত ২ দশমিক ৭৫ শতাংশ বাদ পড়ার পরিপ্রেক্ষিতে ৪৬ লাখ ৭০ হাজার ২৯৫ জন যোগ হয়েছে বলে রোববার (৯ এপ্রিল) পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে।

দেখা যায়, সবচেয়ে বড় বিভাগ ঢাকার গণনাকৃত জনসংখ্যা ছিল ৪ কোটি ৪২ লাখ ১৫ হাজার ১০৭ জন; সমন্বয়কৃত জনসংখ্যা হলো ৪ কোটি ৫৬ লাখ ৪৩ হাজার ৯১৫ জন, যা দেশের মোট সমন্বয়কৃত জনসংখ্যার ২৬ দশমিক ৮৮ শতাংশ। সবচেয়ে কম জনসংখ্যা বরিশাল বিভাগে, মোট সমন্বয়কৃত জনসংখ্যার ৫ দশমিক ৪৯ শতাংশ।

দেশে পুরুষ হলো ৮ কোটি ৪০ লাখ ৭৭ হাজার ২০৩ জন। নারী ৮ কোটি ৫৬ লাখ ৫৩ হাজার ১২০ জন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS