শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০৭:৫৩ পূর্বাহ্ন

ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের দাবিতে এফবিজেও’র আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ১৯৮ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন’র(এফবিজেও) উদ্যোগে ০৮ এপ্রিল ২০২৩, শনিবার হিউম্যান রাইটস অডিটোরিয়ামে বেলা ১১ টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন এফবিজেও’র প্রচার ও প্রকাশনা সচিব মোঃ শফিউর রহমান কাজী, অনুষ্ঠান সঞ্চালনা করেন অর্থ সচিব আব্দুল বাতেন সরকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন(এফবিজেও) এর চেয়ারম্যান  লায়ন এইচ এম ইব্রাহিম ভূঁইয়া। স্বাগত বক্তব্য রাখেন এফবিজেও’র মহাসচিব মোঃ শামছুল আলম। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডিজিটাল নিরাপত্তা আইন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন- ২০০৬, ডিজিটাল নিরাপত্তা আইন- ২০১৮, ডিজিটাল, সোশ্যাল মিডিয়া এবং ওটিটি প্ল্যাটফর্মের জন্য বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) রেগুলেশন- ২০২১, ওভার দ্য টপ (ওটিটি) কনটেন্ট বেজড্ সার্ভিস প্রভাইডিং অ্যান্ড অপারেশন পলিসি, ২০২১ (আইসিটি বিভাগ দ্বারা); ১২.) (খসড়া) ম্যাস মিডিয়া কর্মচারী (পরিষেবার শর্তাবলি) আইন ২০২২। এই আইনগুলির কালো আইন বলে তিনি দাবি করেন।

তিনি আরো বলেন এ আইনগুলি অবিলম্বে সংশোধন করার জন্য এফবিজেও’র সংগঠনের পক্ষ হতে সরকারের প্রতি জোর দাবি জানান। আলোচনা সভায় এফবিজেও’র চেয়ারম্যান লায়ন এইচ এম ইব্রাহিম ভূঁইয়া বলেন, আমরা অতীতে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের দাবিতে কয়েকবার সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দিয়েছি।

তিনি আরো বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত বাংলাদেশ প্রেস কাউন্সিলকে বিচারের ক্ষমতা বৃদ্ধি করে আরো শক্তিশালী করার জন্য এবং সাংবাদিকদের সমস্ত মামলা পরিচালনা করার ক্ষমতা বৃদ্ধি করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এফবিজেও’র স্থায়ী পরিষদের সদস্য ও বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন এর চেয়ারম্যান ডেমরা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী, এফবিজেও সহ সাংগঠনিক সচিব ডেমরা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ শাহাদাত হোসেন ভূঁইয়া, সহ-সাংগঠনিক সচিব ইসমত তোহা। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মানবতা ফাউন্ডেশনের চেয়ারম্যান ডেমরা প্রেসক্লাবের উপদেষ্টা  এস এম আবু তাহের মিয়াজী, দৈনিক নববানী পত্রিকার নির্বাহী সম্পাদক খন্দকার সাইফুল ইসলাম সজল, সাপ্তাহিক মুক্তির চেতনায় বাংলাদেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এস,আর,এ সুজন মাহমুদ, দৈনিক যুগান্তর পত্রিকা সিনিয়র রিপোর্টার মোঃ খোরশেদ আলম, আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মনিরুল আলম ভূঁইয়া, এফবিজেও’র ধর্ম বিষয়ক সচিব আবু ইউসুফ, বীর মুক্তিযোদ্ধা আক্কাস আলী, আইনি সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন এর নারী মানবাধিকার কর্মী রুমানা ইসলাম চৌধুরিসহ আরো অনেকে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS