শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০৫:৩৩ পূর্বাহ্ন

ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ইজিবাইক সংগ্রাম পরিষদের ৭ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ৩৭১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ নীতিমালা চূড়ান্ত করে, ইজিবাইক, রিকশাসহ ব্যাটারি চালিত যানবাহনের দ্রুত নিবন্ধন, রুট পারমিট ও প্রকৃত চালকদের লাইসেন্স ও মালিকদের নিবন্ধন দেওয়াসহ ৭ দফা দাবিতে সমাবেশ শেষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং বিআরটিএ বরাবর স্মারকলিপি পেশ কর্মসূচি পালন করেছে ইজিবাইক সংগ্রাম পরিষদ।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগ্রাম পরিষদের আহ্বায়ক খালেকুজ্জামান লিপন। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্কপ নেতা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি, সংগ্রাম পরিষদের প্রধান উপদেষ্টা কমরেড রাজেকুজ্জামান রতন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল, সংগ্রাম পরিষদের উপদেষ্টা ডা. মনীষা চক্রবর্ত্তী, সংগ্রাম পরিষদের সদস্য সচিব প্রকৌশলী ইমরান হাবিব রুমন, সদস্য সেলিম মাহমুদ, আবু জাফর, অ্যাড. মিলন মণ্ডল, আশরাফ হোসেন, কোহিনুর আক্তার কণা, মনির হোসেন, আব্দুল করিম, ফুলবর রহমান, আব্দুল লতিফ, আব্দুল্লাহ আল মুনির, খোরশেদ আলম, শ্যামল বর্মনসহ কেন্দ্রীয় ও জেলা প্রতিনিধিরা।

সমাবেশে বক্তারা বলেন, সংগ্রাম পরিষদ গত ১০ বছর নীতিমালা প্রণয়ন ও আধুনিকায়নকরণ করে ব্যাটারিচালিত যানবাহনের নিবন্ধন ও লাইসেন্স দেওয়ার দাবিতে অব্যাহত আন্দোলন সংগ্রাম পরিচালনা করে আসছে। দীর্ঘ আন্দোলনের চাপে সরকার ইতোমধ্যে নীতিমালা খসড়া চূড়ান্ত করলেও তা চূড়ান্ত করতে গড়িমসি করছে।

বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, সারা দেশে ৫০ লাখ মানুষ ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবহানে যুক্ত রয়েছেন। কিস্তি করে, জমি বন্ধক রেখে, পুলিশি নির্যাতন, অবৈধ চাঁদাবাজি মোকাবিলা করে ৫০ লাখ মানুষ বছরে দেশের জাতীয় অর্থনীতিতে প্রায় ২ লাখ কোটি টাকার অবদান রাখছেন। তারা কোনো প্রণোদনা বা সরকারি সহায়তা ছাড়াই আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করেছেন।

তারা আরও বলেন, দেশের জাতীয় অর্থনীতি, কর্মসংস্থানের গুরুত্ব ভূমিকা রাখা এ সেক্টরের দীর্ঘদিনের দাবি নীতিমালা চূড়ান্ত করে ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহনের দ্রুত নিবন্ধন ও রুট পারমিট, প্রকৃত চালকদের লাইসেন্স ও মালিকদের নিবন্ধন দেওয়া, প্রতিটি মহাসড়কে বিকল্প লেন বা সার্ভিস রোড নির্মাণ, অবৈধ রেকারিং ও চাঁদাবাজি বন্ধ, মহাসড়ক ব্যতীত সর্বত্র চলাচলের অধিকারসহ ৭ দফা দাবিতে সারা দেশে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

সমাবেশ শেষে একটি মিছিল প্রেস ক্লাব থেকে মন্ত্রণালয় অভিমুখে যাত্রা শুরু করলে কদম ফোয়ারা মোড়ে পুলিশি বাধার মুখে পড়েন তারা। পরে সেখান থেকে ডা. মনীষা চক্রবর্ত্তীর নেতৃত্বে ৩ সদস্যের একটি টিম সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইউছুফ আলী মোল্লার নিকট এবং আবু জাফর ও কিবরিয়া হোসেনের নেতৃত্বে ৪ সদস্যের অন্য আরেকটি টিম বিআরটিএ চেয়ারম্যান কার্যালয়ে গিয়ে বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ এর নিকট সংগ্রাম পরিষদের ২০ হাজার (প্রাথমিক তালিকা) সদস্যের তালিকাসহ ৭ দফা সম্বলিত স্মারকলিপি দেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS