বার্তা পরিবেশক: বিলুপ্তির প্রায় দুইবছর পর উখিয়া উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে আহবায়ক মনোনীত করা হয় দীর্ঘদিন রাজপথে ঘাম ঝরানো পরিশ্রমী ত্যাগী ও তৃণমূলের আস্থা তারেক হোসেন মানিক কে।
দীর্ঘদিন পর হলেও তাকে মূল্যায়ন করায় জেলা ছাত্রলীগের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন মানিক। তিনি বলেন,” আমি বিগত এক যুগ ধরে উখিয়া উপজেলা ছাত্রলীগের রাজনীতির রাজপথে সাথে মাঠে ঘাটে সক্রিয় ছিলাম। যেখানে অন্যায় সেখানে ছুটে গিয়েছি। অসহায় মানুষের খবর নিয়েছি। শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি উৎসাহ প্রদান করে তৃণমূলকে সুসংগঠিত করে রেখেছি। ছাত্রলীগ আমার প্রাণের সংগঠন। আমরা সবাই মুজিব সেনা।
বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভিশন-৪১ বাস্তবায়নে উখিয়া উপজেলা ছাত্রলীগ সর্বদা প্রস্তুত রয়েছে। আমাকে উখিয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক মনোনীত করায় জেলা ছাত্রলীগ সভাপতি এস এম সাদ্দাম হোসাইন ভাই ও সাধারণ সম্পাদক মারুফ আদনান ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে আমার উপর অর্পিত দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করছি। আমি উখিয়া উপজেলার প্রতিটা স্কুলে, ইউনিয়নে ছাত্রলীগের বাগান গড়ে তুলবো।”
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply