নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ আজ ০৪ এপ্রিল ২০২৩ সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং বারবার অগ্নিকাণ্ডের ঘটনার কারণ উদ্ঘাটনের দাবি জানিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, তথাকথিত উন্নয়নের নামে ঢাকা শহরের বেশিরভাগ ডোবা, জলাশয়, খাল, পুকুর ভরাট করে মার্কেট ও আবাসন গড়ে তোলা হয়েছে। ফলে ছোটখাটো অগ্নিকাণ্ডেও প্রয়োজনীয় পানির অভাবে বড় ক্ষতির মধ্যে পরতে হচ্ছে। আজকেও বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রয়োজনীয় পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে অনেক সময় লেগেছে এবং বঙ্গবাজার সম্পূর্ণ ভুস্যিভূত হয়েছে, আশপাশের বিল্ডিংয়েও আগুন লেগেছে। আগুন নেভাতে দীর্ঘ সময়ের কারণে কোটি কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে এবং ছোট ব্যবসায়ীরা সর্বস্ব হারিয়ে পথে বসেছে।
বিবৃতিতে তিনি আরও বলেন, এই সমস্ত অগ্নিকাণ্ডের ঘটনা অগ্নি নির্বাপক প্রতিষ্ঠান ও সক্ষমতার দুর্বলতার বহিঃপ্রকাশ। তিনি বঙ্গবাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সহানুভুতি প্রকাশ করেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটন, ক্ষতির পরিমাণ নিরূপণ ও ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান।
Design & Developed By: ECONOMIC NEWS