বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাকিস্তানের সরকার, জনগণ এবং নিজের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরীফ।
শনিবার (২৫ মার্চ) ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
প্রধানমন্ত্রী তার অভিনন্দন বার্তায় বলেছেন, পাকিস্তান বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় এবং দুই দেশের জনগণের পারস্পরিক সুবিধার জন্য সম্পর্ক আরও জোরদার করার জন্য উন্মুখ হয়ে আছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সুখ এবং ভ্রাতৃপ্রতিম বাংলাদেশি জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
Design & Developed By: ECONOMIC NEWS