গাজা উপত্যকায় খাদ্যের অপেক্ষায় থাকা মানুষের ভিড়ের ওপর একটি ত্রাণবাহী ট্রাক উল্টে ২৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন। গতকাল বুধবার (৬ আগস্ট) এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। খবর আনাদোলুর।
ফিলিস্তিনি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘ওয়াফা’ জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী ট্রাকটিকে একটি অনিরাপদ রাস্তা দিয়ে যেতে বাধ্য করায় এই দুর্ঘটনা ঘটে। তবে ঠিক কোন জায়গায় ঘটনাটি ঘটেছে, তা অবশ্য জানানো হয়নি।
এই দুর্ঘটনার পাশাপাশি বুধবার গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিভিন্ন হামলায় আরও ২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে রাফাহ অঞ্চলে ত্রাণ নিতে গিয়ে অপেক্ষারত অবস্থায় ইসরায়েলি বাহিনীর গুলিতে পাঁচজন প্রাণ হারিয়েছেন।
গত মার্চ থেকে ইসরায়েলি বাহিনী সব সীমান্ত বন্ধ করে দেওয়ায় গাজার মানবিক পরিস্থিতি আরও খারাপ হয়েছে। গাজার কর্তৃপক্ষ ইসরায়েলকে ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খলা ও দুর্ভিক্ষ তৈরির জন্য অভিযুক্ত করেছে।
তাদের মতে, ইসরায়েলি বাহিনীর ত্রাণ বিতরণ পদ্ধতি ক্ষুধার্ত মানুষের জন্য একটি ‘মৃত্যুফাঁদে’ পরিণত হয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ৬১ হাজার ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এই যুদ্ধ গাজা উপত্যকাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে।
Design & Developed By: ECONOMIC NEWS