কোনো ষড়যন্ত্রেই দেশের অগ্রগতি থামবে না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বোমাবাজ, লুটেরা ও দণ্ডিত আসামিদের দল আর কখনোই দেশের শাসনক্ষমতায় আসতে পারবে না।
রোববার (১৯ মার্চ) আগারগাঁওয়ের বিআইসিসি মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন শেখ হাসিনা।
তিনি বলেন, ‘সংবিধান লঙ্ঘন করে যারা ক্ষমতায় এসেছিল, তাদের প্ররোচণায় বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ঘটে। পঁচাত্তরের পর স্বাধীনতার আদর্শকে বিসর্জন দেয়া হয়েছিল। কিন্তু মাটি ও মানুষ থেকে উঠে আসা দলের শেকড় উপড়ে ফেলা যায় না। বিএনপির কোনো শেকড় নেই। বোমাবাজ ও লুটেরার দল আর কখনো দেশের শাসনক্ষমতায় আসতে পারবে না।’
বিএনপির নির্যাতনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমান যেমন নির্যাতন করেছে, তেমনি নির্যাতন করেছে বেগম খালেদা জিয়া। দলটি আমাদের ভিক্ষুকের জাতি বানাতে চেয়েছিল। কারণ মানুষ ভালো থাকলে বিএনপির কষ্ট হয়।’
ভোটচুরির অপবাদে খালেদা জিয়াকে ক্ষমতা ছাড়তে হয়েছিল উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘বিএনপি নেতারা ভোটচুরির কথা ভুলে গেছেন। বিএনপির চরিত্র হলো মিথ্যা বলে বলে ভালো কাজকে প্রশ্নবিদ্ধ করা। একই মিথ্যা বারবার বলে তারা তাকে সত্যে পরিণত করতে চায়।’
কিন্তু কোনো ষড়যন্ত্র সফল হবে না জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘হাজার চক্রান্ত-ষড়যন্ত্র করলেও দেশের মানুষের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না।’
বিএনপির শাসনামলে দুর্নীতিই বড় নীতি ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ভাঙা স্যুটকেস থেকে হাজার কোটি টাকা হলো কীভাবে? সেটা কি জাদুর বাক্স ছিল? আমরাতো ছেঁড়া গেঞ্জি শিফন শাড়িতে রূপান্তর হতে দেখেছি। বিএনপি মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়ে ব্যবসা করতে চেয়েছিল। দেশের যতটুকু উন্নয়ন-অগ্রগতি তা হয়েছে আওয়ামী লীগের সময়েই।’
বিকেল চারটা থেকে শুরু হয়ে, টানা দুই ঘণ্টা চলে এই আলোচনা সভা। আলোচনায় আওয়ামী লীগের কেন্দ্রীয় ও মহানগরের নেতারাও অংশ নেন।
Design & Developed By: ECONOMIC NEWS