নিজস্ব প্রতিবেদকঃ বাগেরহাটের ফকিরহাটে কৃষক দম্পতির ঘর থেকে আড়াই মাস বয়সী শিশু সন্তান চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া শিশু সাজিদ ফারাজী ওই এলাকার কৃষক আবু সাঈদ ফারাজী ও সুমি খাতুন দম্পতির ছেলে।
শুক্রবার (১৭ মার্চ) ভোরে উপজেলার জাড়িয়া-মাইট কুমড়া এলাকায় এ চুরির ঘটনা ঘটে।
চুরি হওয়া শিশুর মা সুমি খাতুন বলেন, ‘প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে স্বামী ও ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়ি। রাত আড়াইটার দিকে একবার ছেলেকে দুধ খাইয়েছি। ভোর সাড়ে ৬টায় ঘুম ভেঙে দেখি আমার সন্তান বিছানায় নেই।’ সন্তানকে এনেদিন বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।
শিশুটির বাবা কৃষক আবু সাঈদ ফারাজী বলেন, ‘গভীর রাতে আমি বাইরে গিয়েছিলাম। পরে ঘরে এসে আবার ঘুমিয়ে পড়ি। সকালে উঠে দেখি আমাদের বাচ্চা বিছানায় নেই। দরজার ঢাসা ফেলানো ছিল। অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও আমার সোনা জাদুকে পাইনি। আপনারা যেভাবে পারেন আমার সন্তানকে এনেদিন।’
আবু সাঈদ ফারাজী আরও বলেন, আমার কোনো শত্রু নেই। কে আমার বাচ্চা নিল, কে চুরি করল আমি কিছু জানিনা। আমার সাজিদকে ফিরে চাই বলে বিলাপ করেন এই বাবা।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজজ্জামান বলেন, শিশুটির খোঁজ পেতে পুলিশ অভিযান শুরু করেছে। পরিবারের সাথে যোগাযোগ রাখছি। এ ছাড়া আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply