হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশের বিশেষ অভিযানে TANG- ১৩২০ প্যাকেট, KAVERI MEHENDI CONE মেহেদী-২৮৮০ পিস, BETNOVATE-N ক্রিম-৪৮০পিস সহ গ্রেফতার এক গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) রাজীব রায়, এস আই (নিঃ) শুভ দে, এএসআই(নিঃ) মোঃ নূরুল হক, এএসআই(নিঃ) মোঃ জাহাঙ্গীর আলমসহ সঙ্গীয় ফোর্স নিয়ে মাধবপুর পৌর স্টেডিয়ামের সংলগ্ন সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসের সামনে পাকা রাস্তার উপর আসামী ১ মোঃ হাবিবুর রহমান (৪২), পিতা-হাসমত আলী, গ্রাম- দুর্লভপুর পোঃ সাতখামাইড়, ৬নং বরমী ইউনিয়ন পরিষদ) থানা-শ্রীপুর, জেলা গাজীপুর কে গ্রেফতার পূর্বক তাহার দখল হইতে তাহার দেখানো মতে ভারতীয় সীমান্ত এলাকা হইতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় মালামাল TANG- ১৩২০ প্যাকেট, KAVERI MEHENDI CONE মেহেদী-২৮৮০ পিস, BETNOVATE-N ক্রিম-৪৮০পিস, সর্ব মোট মূল্য অনুমান- ৫,০১,৬০০/- টাকা উদ্ধার করা হয়। এই বিষয়ে সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক ধৃত আসামী ও পলাতক আসামীর বিরুদ্ধে নিয়মিত মা্মলা রুজু করা হয় গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply