যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে রাত পোহালেই চলচ্চিত্র জগতের বিশ্ব সেরার পুরস্কার ৯৫তম অস্কারের পর্দা উঠবে। তবে এবারের আয়োজনে থাকছেনা রেড কার্পেট। ১৯৬১ সালের পর প্রথমবারের মতো অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে রেড কার্পেটের জায়গায় এবার থাকছে শ্যাম্পেন রংয়ের কার্পেট। যা নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা।
রেড কার্পেট বা লাল গালিচা ছাড়াই হবে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের আয়োজন। অবিশ্বাস্য মনে হলেও এমনটাই হতে যাচ্ছে এবারের আসরে। দীর্ঘ ৬২ বছরের ঐতিহ্য আর রীতিকে বদলে প্রথমবারের মতো অস্কারে রেড কার্পেটের পরিবর্তে থাকছে শ্যাম্পেন রঙের কার্পেট।
এরইমধ্যে হলিউডের বিখ্যাত ডলবি থিয়েটারের প্রবেশদ্বারে স্থাপন করা হয়েছে শ্যাম্পেন রঙের কার্পেট। এসময় উপস্থিত ছিলেন এবারের অস্কারের উপস্থাপক জিমি কিমেল।
কার্পেটের রঙ পরিবর্তন করা নিয়ে এরইমধ্যে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। রেড কার্পেট ফিরে পেতে অস্কার মঞ্চের বাইরে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ করতে দেখা যায় সাবেক অভিনেতা ও হলিউড এম্বাসেডর গ্রেগ ডোনোভানকে।
গ্রেগ ডোনোভান বলেন, যে কোন মূল্যে অস্কারের পুরানো ঐতিহ্য রেড কার্পেট ফিরিয়ে আনতে হবে।
জানা গেছে, লাল গালিচাকে শ্যাম্পেন রঙে বদলে দেয়ার সিদ্ধান্তটি দেন অস্কারের পরামর্শদাতা লিসা লাভ ও রাউল আভিলার। লাভ জানিয়েছেন, আরও হালকা এবং আশাবাদের রঙ হিসেবে তারা এটি ব্যবহার করেছেন।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে স্থানীয় সময় রাত ৮টায় শুরু হবে মূল অনুষ্ঠান। চলবে তিন ঘণ্টা। এর আগে দুপুর ৩টা ৩০ মিনিট থেকেই আসতে শুরু করবেন তারকারা। বিকেল ৫ টায় শুরু হবে ‘কার্পেট ইভেন্ট’।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply