শুরু হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান আর্মি ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আর্মি আইবিএ) সিলেটে-এর ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) প্রোগ্রামে ভর্তি কার্যক্রম।
জুলাই ২০২৩ শিক্ষাবর্ষে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-র সার্বিক তত্ত্বাবধানে স্বায়ত্তশাসিত এই ইনস্টিটিউটের স্নাতক প্রোগ্রামে ভর্তির আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক উর্ত্তীণ শিক্ষার্থীরা। ২ মার্চ থেকে শুরু হওয়া এই কার্যক্রমের প্রথম ধাপে বিনামূল্যেই আবেদন করা যাচ্ছে, আর তা ঘরে বসেই।
প্রতিষ্ঠানটির ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ ৫ হাজার শিক্ষার্থী অংশ নেয়ার সুযোগ পাবে।
স্মার্টফোন বা ল্যাপটপের মাধ্যমে সরাসরি ‘https://joinarmyiba.com/applynow’ – এ করা যাবে এই আবেদন। ৪ বছরের এ প্রোগ্রামে যে কোনো বিভাগ থেকে এইচএসসি বা সমমান অথবা জিসিই এ-লেভেল উর্ত্তীণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
প্রথম ধাপে বাছাই করা আবেদনকারীদের মধ্যে লিখিত এবং মৌখিক ভর্তি পরীক্ষার জন্য নির্বাচিতদের পরবর্তী ধাপের বিষয়ে জানিয়ে দেয়া হবে।
প্রতিষ্ঠানটির পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল কাজী মোহাম্মদ কাইজার হোসাইন, এনডিইউ, পিএসসি (অব:) বলেন, বদলে যাওয়া বিশ্বে ব্যবসায়ের নতুন ধারায় যোগ্য নেতৃত্ব গড়ে তোলার দিকেই গুরুত্ব দিচ্ছে আর্মি আইবিএ সিলেট। “সামরিক বাহিনীর অন্যান্য স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের মতই আর্মি আইবিএ শৃংখলা, সময়ানুবর্তিতা ও সহপাঠ কার্যক্রমের মাধ্যমে স্মার্ট উদ্যোক্তা তৈরীর প্রয়াস চালিয়ে যাচ্ছে।”
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply