সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ১০:১২ অপরাহ্ন

ডায়াবেটিস রোগীদের বিনামূল্যে ইনসুলিন দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩

ডায়াবেটিস রোগীদের বিনামূল্যে ইনসুলিন দেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ; যা সমাজের সব শ্রেণির মানুষের জন্য অত্যন্ত ব্যয়বহুল একটি স্বাস্থ্যসেবা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে তার সরকারের পদক্ষেপের অংশ এই উদ্যোগ।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের মিঠামইনে এক জনসভায় এ ঘোষণা দেন তিনি।

‘কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্য কেন্দ্র, মাতৃসদনের মাধ্যমে সরকার মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিচ্ছে। এ ছাড়াও ৩০ প্রকার ওষুধ বিনামূল্যে দেয়া হচ্ছে। একটি সুস্বাস্থ্যের অধিকারী জাতি গড়তে এখন থেকে আমরা ডায়াবেটিসের রোগীদের বিনামূল্যে ইনসুলিন দেব,’ বলেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশে ডায়াবেটিসের উচ্চ প্রকোপ রয়েছে এবং ডায়াবেটিসে আক্রান্ত জনগোষ্ঠীর সংখ্যার দিক দিয়ে পৃথিবীর দশম অবস্থানে রয়েছে। দেশে তিন কোটিরও বেশি ডায়াবেটিস রোগী রয়েছে যাদের আবার ৯৭ শতাংশই টাইপ-২ ডায়াবেটিকে আক্রান্ত। চিকিৎসদের মতে, এই ৯৭ শতাংশ প্রতিরোধযোগ্য।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে ইতোমধ্যে বাংলাদেশ ১৮ হাজার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে অতি দরিদ্রদের ইনসুলিন সরবরাহ করছে।

ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের মতে, ২০২১ সালে বিশ্বে প্রায় ৫৩৭ মিলিয়ন প্রাপ্তবয়স্ক (২০-৮৯ বছর) ব্যক্তি ডায়াবেটিসের সঙ্গে যুদ্ধ করছিলেন এবং ২০৩০ সালে এই সংখ্যা ৬৪৩ মিলিয়ন ছাড়িয়ে হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, অন্ধত্ব, কিডনির কার্যকারিতা নষ্ট হওয়া, হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং পা হারানো ইত্যাদির মতো গুরুতর সমস্যার অন্যতম প্রধান কারণ ডায়াবেটিস। ভয়ংকর বিষয় হচ্ছে প্রাপ্তবয়স্কদের মধ্যে অন্তত ৫০ শতাংশ ডায়াবেটিস নির্ণয় ছাড়াই স্বাভাবিক জীবনযাপন করছেন; যা ভবিষ্যতে তাদের জন্য গুরুতর বিপদের কারণ হতে পারে। শুধু ডায়াবেটিসের কারণেই ২০২১ সালে বিশ্বে ৭ লাখ ৪৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এ ছাড়া এই সময়ে ডায়াবেটিসের সঙ্গে সম্পর্কিত রোগের চিকিৎসার জন্য আক্রান্তদের ১০ বিলিয়ন ব্যয় করতে হয়েছে।

ডব্লিউএইচও বলছে, ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার পর যাদের ইনসুলিন প্রয়োজন তাদের প্রতি দুইজনের মধ্যে একজনই সেটি পান না। ইনসুলিনের উচ্চমূল্যের কারণে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ অতি জরুরি এই জীবনরক্ষাকারী ওষুধটি কিনতে সমর্থ হন না। যা সামাজিক ও অর্থনৈতিকভাবে দরিদ্রদের অসামঞ্জস্যপূর্ণভাবে প্রভাবিত করে।

ভ্যানটেজ মার্কেট রিসার্চ অনুসারে, ২০২১ সালে বিশ্বব্যাপী মানব ইনসুলিনের বাজারমূল্য ছিল ২২.৩ বিলিয়ন মার্কিন ডলার এবং ২০২৮ সাল নাগাদ এটি ২.৩০ শতাংশ চক্রবৃদ্ধি হারে ২৬.৯ বিলিয়ন ডলারে পৌঁছাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS