মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহিদদের শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টায় কেন্দ্রীয় শহিদ মিনারে আসেন তিনি। সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের নিয়ে শহিদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি। এ সময় সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নীরবতা পালন করেন তারা। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান বিচারপতিকে অভ্যর্থনা জানান।
এর আগে প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply