শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
তৃতীয় প্রান্তিক প্রকাশ প্রগতি ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা ক্রাফটসম্যান ফুটওয়্যারের কক্সবাজার বিমানবন্দরকে ‘আন্তর্জাতিক’ ঘোষণার প্রজ্ঞাপন স্থগিত তৃতীয় প্রান্তিক প্রকাশ ঢাকা ব্যাংকের মানবতন্ত্র চর্চা ও কবিদের মর্যাদা প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী হবিগঞ্জের যুব সমাজকে মাদকের থাবা থেকে রক্ষায় কাজ করছে পুলিশ, পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান যৌথ বাহিনীর অভিযানে ৭ দিনে গ্রেপ্তার ১৫১ বজ্রসহ বৃষ্টি হতে পারে ২ বিভাগে ক্যারিয়ার কার্নিভাল ২০২৫: কর্মসংস্থানের পথে কক্সবাজারের তরুণদের নতুন যাত্রা কালিয়ায় শ্রমিকের টাকা নিয়ে নয়ছয়ের অভিযোগ ব্রীজ নির্মাণ কোম্পানি ও ঠিকাদারের বিরুদ্ধে

জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন বানিয়াচং থানার অজয় চন্দ্র দেব

লিটন পাঠান
  • আপডেট : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: দেশের প্রতি প্রগাঢ় ভালোবাসা এবং দায়িত্ব ও কর্তব্য পালনের দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করার প্রয়াসে একজন মানবিক ও চৌকশ পুলিশ অফিসার অভিন্ন মানদণ্ডে ৩য় বার জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার অফিসার ইনর্চাজ (ওসি) অজয় চন্দ্র দেব।

গত সোমবার (১৩-ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার এসএম মুরাদ আলি কর্মক্ষেত্রের কৃতিত্ব স্বরূপ তাঁকে সম্মাননা স্মারক ও অর্থ পুরষ্কার প্রদান করেন। বানিয়াচং থানায় চাঞ্চল্যকর ক্লু-লেস শিশু ধর্ষণ ও হত্যা মামলার রহস্য উদঘাটন, দস্যুতা মামলার রহস্য উদঘাটন, চোরাই মোটর সাইকেল ও টমটম উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও জুয়াসহ বিভিন্ন অপরাধ নিবারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় পুরষ্কারের অভিন্ন মানদণ্ডের আলোকে গত জানুয়ারি মাসে তিনি জেলার শ্রেষ্ঠত্ব অর্জন করেন এর স্বীকৃতি স্বরূপ পুলিশ সুপারের পক্ষ থেকে তাঁকে পুরস্কৃত করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে (বানিয়াচং সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী (মাধবপুর সার্কেল) সিনিয়র সহকারি পুলিশ সুপার আবুল খায়ের (বাহুবল সার্কেল) প্রমুখ। এছাড়া ও হবিগঞ্জ জেলার অফিসার ইনচার্জগণ, পুলিশ পরিদর্শক (তদন্ত) ও অন্যান্য অফিসার ফোর্স উপস্থিত ছিলেন। বানিয়াচং থানার অফিসার ইনচার্জ ওসি অজয় চন্দ্র দেব পুলিশ সুপার এসএম মুরাদ আলির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন সম্মাননা অর্জনে আমার থানার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীলতায় আমি পুরস্কৃত হয়েছি। তিনি আরও বলেন, আমার এ সম্মাননার মর্যাদা রাখতে আমার উপর অর্পিত দায়িত্ব এবং কর্তব্য যেন আরও যথাযথ ভাবে সততার সহিত পালন করতে পারি এ ক্ষেত্রে তিনি সকলের সহযোগিতা কামনা করেন উল্লেখ্য, অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব ইতিপূর্বে হবিগঞ্জ জেলার লাখাই থানার ওসি (তদন্ত) ও শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন গত ২৭ জুলাই ২০২২ খ্রি. বানিয়াচং থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS