বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
এফআইসিসিআই সাসটেইনেবিলিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২৫ পেল রবি মাধবপুরের রতন মাদকসহ সোনাবাহিনীর হাতে আটক সেমস-গ্লোবালের আয়োজনে ঢাকায় চলছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী – ৩০তম বিল্ড সিরিজ, ২৭তম পাওয়ার সিরিজ ও ৭ম ওয়াটার এক্সপো ২০২৫ Price Sensitive Information of Hwa Well Textiles (BD) PLC. নাশকতার অভিযোগে চুয়াডাঙ্গার সাবেক মেয়র টোটন ঢাকায় ডিবির হাতে আটক প্রথম প্রান্তিক প্রকাশ করেছে যমুনা অয়েল প্রথম প্রান্তিক প্রকাশ করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস সিলেট-৬ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ফসয়লকে চায় জনসাধারণ !! এমরানকে না ডরিন পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ

বিন্নী গার্মেন্টসের শ্রমিকদের বেতন পরিশোধে ২৫ লাখ টাকা সহায়তা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২

বন্ধ হয়ে যাওয়া বিন্নী গার্মেন্টসের শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কেন্দ্রীয় তহবিল হতে আপদকালীন সহায়তা হিসেবে ২৫ লাখ টাকা দেওয়া হয়েছে।

বুধবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের ( টিসিসি) ৬৯তম সভার প্রাক্কালে শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বিজিএমইএ এবং বিকেএমইএ নেতাদের হাতে ২৫ লাখ টাকার চেক তুলে দেন।

এ সময় জানানো হয়, ঢাকার কমলাপুরে অবস্থিত বিন্নী গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) করোনায় মৃত্যুর কারণে গত বছর ১৬ জুন কারখানাটি স্থায়ীভাবে বন্ধ করা হয়। সে সময় শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতার পরিমাণ দাঁড়ায় এক কোটি ৪ লাখ টাকা। পরবর্তীতে কারখানার মালিক-শ্রমিক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, বিজিএমইএ নেতাদের সমঝোতা বৈঠকের মাধ্যমে মেশিন যন্ত্রপাতি বিক্রি করে মালিকপক্ষ ৭৯ লাখ টাকা পরিশোধ করেন। এ সহায়তা থেকে অবশিষ্ট ২৫ লাখ বকেয়া পাওনা মালিকপক্ষ পরিশোধ করবেন।

জানা গেছে, শতভাগ রফতানিমুখী শিল্প খাতের জন্য বাংলাদেশ শ্রম আইন-২০০৬-এর ২৩২(৩) ধারার বিধান অনুযায়ী শ্রম মন্ত্রণালয়ের অধীনে গত ২০১৫ সালে শতভাগ রফতানিমুখী গার্মেন্টস শিল্পের শ্রমিকদের কল্যাণের জন্য এ তহবিল গঠন করা হয়। ২০১৭ সালের জুলাই মাস থেকে মোট রফতানির শতকরা ০.০৩ ভাগ সরাসরি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে কেন্দ্রীয় তহবিলে জমা হচ্ছে।

এ তহবিল চালুর পর থেকে আপদকালীন সহায়তা হিসেবে বন্ধ কলকারখানার শ্রমিকদের বকেয়া বেতন-ভাতাদি পরিশোধ বাবদ বিজিএমইএ’র সদস্যভুক্ত ৯টি বন্ধ প্রতিষ্ঠানকে মোট ১ কোটি ৯০ লাখ ৬৫ হাজার টাকা এবং বিকেএমইএ সদস্যভুক্ত ১টি বন্ধ প্রতিষ্ঠানকে ৫১ লাখ ৬৫ হাজার টাকাসহ মোট ১০টি বন্ধ কারখানাকে সর্বমোট ২ কোটি ৪২ লাখ ৩০ হাজার ৯৭২ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

চেক প্রদান অনুষ্ঠানে সংসদ সদস্য এবং বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. নাসির উদ্দীন আহমেদ, বিজিএমইএ পরিচালক এএনএম সাইফুদ্দিন, জাতীয় শ্রমিক লীগ সভাপতি নুর কুতুব আলম মান্নানসহ শ্রম মন্ত্রণালয়ের ঊধ্বর্তন কর্মকর্তা এবং বিভিন্ন মালিক-শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS