নিজস্ব প্রতিনিধিঃ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের পাশাপাশি বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়ার পরিবেশ সৃষ্টি ও বাস্তবায়ন করার লক্ষে বরিশালের উজিরপুর উপজেলায় দিনব্যাপী পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির এক উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকাল ১০ টায় উজিরপুর উপজেলা অডিটোরিয়ামে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) আওতায়
স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস শীর্ষক স্কিমের পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির এ উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি শেরে বাংলা কলেজের প্রভাষক জীবন চন্দ্র বিশ্বাস এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব সুমন চৌধুরী।
কর্মশালার বিষয়বস্তু এবং উদ্দেশ্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির টিম ম্যানেজার মো: শহিদুল ইসলাম
উদ্বুদ্ধকরণ কর্মশালায় উপজেলার স্কিমভূক্ত মাধ্যমিক পর্যায়ের ৬৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬৮ জন প্রতিষ্ঠান প্রধান এবং ৬৭ জন সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান) ও অন্যান্য সহকারী শিক্ষকবৃন্দ কর্মশালায় অংশগ্রহণ করেন। উপস্থিত সকলকে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির একটি করে নোট বই, কলম, অনুষ্ঠানসূচি, ২০২৩ সালের কার্যক্রমের কর্ম পরিকল্পনা ও পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মুদ্রিত কপি প্রদান করা হয়।
উল্লেখ্য, দেশের ৬৪ জেলার ৩০০ টি উপজেলা ১৫ হাজার স্কুলে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি পরিচালিত হচ্ছে। কর্মসূচি বাস্তবায়ন করছে বিশ্বসাহিত্য কেন্দ্র।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply