বগুড়া প্রতিনিধিঃ শূন্য হওয়া বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনের প্রচারণার সময় জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে শহরের উপশহর এলাকায় এই ঘটনা ঘটে।
আহত আরিফ (২৫) বগুড়ার পৌরসভার এক নম্বর ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আরিফ বর্তমানে মোহাম্মদ আলি হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে, দিকে উপশহরে এক ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য সার্জিল আহমেদ টিপুসহ অন্যান্য নেতা-কর্মী মিলে নৌকা প্রতীকের লিফলেট বিতরণ করার সময় স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের আব্দুল মান্নান আকন্দের ট্রাকে কর্মী-সমর্থক নিয়ে পথসভা শুরু করেন। এতে করে একই সময়ে নৌকা ও ট্রাক প্রার্থীর সমর্থক-কর্মীদের উপস্থিতির কারণে তাদের মধ্যে বাকবিতণ্ডা ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ওই সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা আরিফকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা উদ্ধার করে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করে।
উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুজন মিঞার বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, ওই এলাকায় বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে। তবে এ বিষয়ে কেউ হতাহত হলে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply