জনপ্রিয় রবীন্দ্রসংগীত শিল্পী সুমিত্রা সেন মারা গেছেন। মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
শনিবার (৩১ ডিসেম্বর) সুমিত্রা সেনের শারীরিক অবস্থার অবনতি হয়। ৮৯ বছর বয়সী এ শিল্পী দীর্ঘদিন ধরেই ব্রঙ্কোনিউমোনিয়ায় ভুগছিলেন। তার শ্বাসকষ্টও ছিল।
গত রোববার তাকে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন সোমবার সুমিত্রা সেনকে আবার বাড়িতে নেওয়া হয়। সেখানেই মঙ্গলবার ভোরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
সুমিত্রা সেনের দুই কন্যা ইন্দ্রাণী সেন ও শ্রাবণী সেন বাংলা সংগীত জগতের দুই প্রতিষ্ঠিত নক্ষত্র। মায়ের হাত ধরেই দুই মেয়ে গানের শিক্ষা পান।
মঙ্গলবার ভোরে শ্রাবণী সেন এক ফেসবুক পোস্টে মায়ের মৃত্যুর খবর জানান।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply