বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৬:২৩ অপরাহ্ন

ই-সিম চালু করল বাংলালিংক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২

সিমকার্ডের ব্যবহার ছাড়াই সব ধরনের ডিজিটাল সেবা উপভোগ করতে পারবেন বাংলালিংক গ্রাহকরা। এরই লক্ষ্যে ই-সিম ব্যবস্থা চালু করেছে মুঠোফোন নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাজধানীর বাংলালিংকের প্রধান কার্যালয়ে ই-সিমের উদ্বোধনী অনুষ্ঠান হয়।

উদ্বোধনী অনুষ্ঠান উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত, চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিষদের অন্য সদস্যরা।

এ বিষয়ে চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত বলেন, ‘একটি ডিজিটাল অপারেটর হওয়ার লক্ষ্য বাস্তবায়নে আমরা স্মার্ট সলিউশনের মাধ্যমে গ্রাহকদের ডিজিটাল জীবনযাত্রা আরো সহজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। ই-সিমের মাধ্যমে গ্রাহকরা আমাদের সংযোগ ও ডিজিটাল সেবাগুলো আরো স্বাচ্ছন্দ্যের সঙ্গে ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে গ্রাহকদের উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করার জন্য আমাদের অত্যাধুনিক বিভিন্ন সুবিধা নিয়ে আসার প্রচেষ্টাও প্রতিফলিত হয়।

ই-সিম গ্রাহকদের আরো স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে বাংলালিংকের সংযোগ ব্যবহারের সুযোগ দেবে। গ্রাহকরা তাদের ই-সিমের সুবিধাযুক্ত হ্যান্ডসেটে একই সঙ্গে দুটি সিম প্রোফাইল ব্যবহার করতে পারবেন। এছাড়া ই-সিমের সঙ্গে একটি সিম কার্ডও ব্যবহারের সুযোগ থাকছে। দেশের যেকোনো বাংলালিংক সেন্টারে গিয়ে গ্রাহকরা ই-সিমে মাইগ্রেট করতে পারবেন। সেবাটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে এ ওয়েবসাইটে: https://www. banglalink.net.।

উল্লেখ্য, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এরই মধ্যে অপারেটরদের জন্য ই-সিম অনুমোদন করেছে। তবে কিছুসংখ্যক মডেলের ডিভাইসেই ই-সিম ব্যবহার করা যাবে। প্রচলিত সিম কার্ডের চেয়ে ই-সিম ব্যবহারের অনেক সুবিধা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS