ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের শীর্ষস্থান দখল করেছে ওয়ান ব্যাংক লিমিটেড। আজ কোম্পানিটির ১২৪ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার কোম্পানিটি ৮ কোটি ৬১ লাখ ৫ হাজার ৫০৪টি শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ লিমিটেড। কোম্পানিটির ৮৪ লাখ ৪৬ হাজার ৯৯৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৪ কোটি ২৪ লাখ টাকা।
বেক্সিমকো লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৩৮ লাখ ৮৮ হাজার ১৫৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫৯ কোটি ১৪ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জেনেক্স ইনফোসিস, জিএসপি ফিন্যান্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সোনালী পেপার, সাইফ পাওয়ারটেক ও সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেড।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply