হরিপুর(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের হরিপুরে গতকাল শনিবার হরিপুর থানা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে সকাল ১০টায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসের কর্মসুচি অনুয়াযী সকাল সাড়ে ৯টায় থানা চত্ত্বরে বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন। থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলামের নেতৃত্বে এক বণ্যাঢ্য র্যালী বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক গুলি প্রদক্ষিন শেষে কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আফজাল হোসনের সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আব্দুল কাইযুম পুস্প ও মোতাহারা পারভীন, আ‘লীগের সাধারন সম্পাদক এস এম আলমগীর,জেলা পরিষদ সদস্য আনিসুজ্জামান শান্ত ও সাবিনা ইয়াসমিন রিপা, সভায় আরো বক্তব্য রাখেন , ইউনিয়ন পরিষদের চেয়াম্যান মোঃআবুতাহের, মোঃপাভেল তালুকদার,বীরমুক্তিযোদ্ধা নগেনকুমার পাল। সভায় স্বাগত বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply