বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৪:২৯ পূর্বাহ্ন

সিএফএ সনদ পেয়েছেন ১৭ বিনিয়োগ বিশ্লেষক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১ অক্টোবর, ২০২২

দেশের ১৭ জন তরুণ বিনিয়োগ বিশ্লেষক সিএফএ (Chartered Financial Analyst-CFA) সনদ পেয়েছেন। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে তাদের হাতে সনদ তুলে দেওয়া হয়েছে।

এ উপলক্ষ্যে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি। সিএফএ সোসাইটি বাংলাদেশ আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহীন ইকবাল। অনুষ্ঠানে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির উপর একটি প্রবন্ধ উপস্থাপন করেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ড. আহসান মনসুর।

নতুন ১৭ জন সিএফএ চার্টার্ডহোল্ডার হচ্ছেন-এঙ্করব্লক টেকনোলজির কো-ফাউন্ডার এবং সিটিও আবুল কালাম ফারুক, এসিআই লিমিটেডের সিনিয়র করপোরেট অ্যানালিস্ট আলভী মোহাম্মদ ইকবাল, বিশ্বব্যাংকের সিনিয়র ইকোনমিস্ট বার্নার্ড জেমস হ্যাভেন, আইডিএলসি ফাইন্যান্সের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইশরাক সারার ইসলাম, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ক্রেডিট অ্যানালিস্ট মাহিয়া মারজানা খান, আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্টের ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট রফিকুল ইসলাম, শান্তা সিকিউরিটিজের রিসার্চ অ্যানালিস্ট রকিবুল হাসান, স্ট্রাটেজিক ফাইন্যান্সের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সাজ্জাদ হোসাইন, ইমপ্রেস ক্যাপিটালের অ্যাসিস্ট্যান্ট ইনভেস্টমেন্ট ম্যানেজার মিসবাজ উদ্দিন জুনায়েদ, কনকোর্ডিয়া ইউনিভার্সিটির নিয়াজ মোহা্মদ সোলাইমান, বিশ্বব্যাংকের কনসালটেন্ট পার্থ প্রতীম নাথ, যমুনা ব্যাংকের এক্সিকিউিভ অফিসার সাদ মোহাম্মদ খান, ট্রুভ্যালু ইনভেস্টমেন্টের শাবাব রহমান, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সহকারী পরিচালক সারওয়াত হাফিজ মুমু, আরএসএ ক্যাপিটালের  সহযোগী পরিচালক সাদমান জিয়া জাফরি, সেলিস ডিজিটাল প্ল্যাটফরমের হেড অব বিজনেস শাহরিয়ার আজাদ শশী এবং প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের এক্সিকিউটিভ অফিসার শাখাওয়াত হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS