হরিপুর (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর শীতলপুর উচ্চ বিদ্যালয়ের নলকুপের পানি পান করে ৬ষ্ঠ শ্রেণীর,সপ্তম শ্রেণীর, অষ্টম শ্রেণীর , নবম শ্রেণীর, দশম শ্রেণরি সহ প্রায় ৬৫ জন ছাত্র-ছাত্রী অসুস্থ । হরিপুর হাসপাতালে র্ভতি হয়ে চিকিৎসা নিচ্ছে বলে হাসপাতাল সূত্রে জানাগেছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল সাড়ে ১১টার সময় উপজেলার শীতলপুর উচ্চবিদ্যালয়ের স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলতাফুর রহমান এর সহিত যোগাযোগ করলে The Economic News24কে বলেন যে, বিদ্ব্যালয়ে ছাত্র- ছাত্রীদের এসেমলী শেস হওয়ার পর শ্রেণী কক্ষে ফিরে আসার পর ক্লাস নেওয়ার সময় ছাত্র-ছাত্রীরা মাথাঘুরা,বমিবমি ভাব হয়ে অসুস্থ হয়েপড়ে। এর কারন তাদের কাছে জানতে চাইলে তারা বলে স্কুলে এসে টিবওয়েলের পানি পান করলে এ ঘটনা ঘটে । টিউবওয়েলের কাছে গিয়ে দেখা যায় টিউবওয়েলের পানি থেকে রাসায়নিক কিটনাসক (বিষ)এর গন্দ বের হচ্ছে। কেবা কারা এ কাজ করেছে তা জানা যায়নি। বিষয়টি সাথে সাথে উপজেলা নির্বাহী অফিসারকে জানো হয়। এবং তৎখনাত ছাত্র-ছাত্রীদের চিকিৎসার জন্য হরিপুর হাসপাতালে নিয়ে এসে র্ভতি করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জিয়াউল হাসান, উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা ও হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম ঘটনা স্থল পরির্দশন করেছে। হরিপুর উপজেলা হাসপাতালের টিএইচ ডা.মুহাম্মদ মুনিরুল হক খান বলেন বাচ্চারা সকলেই সুস্থ আছে আশঙ্কার কোন কারন নেই। তাদের চিকিৎসা চলছে। টিউবওয়েলের পানি বিষ ক্রিয়ায় মিশ্রিত কিনা তা পরিক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে এটা কেমিস্টে পাঠানো হবে। এ রিপট লেখা সময় পয়ন্ত প্রায়৬৫ জন ছাত্র-ছাত্রী হাসপাতালে র্ভতির হয়েছে বলে জানাগেছে। এনিয়ে এলাকায় ও ছাত্র-ছাত্রী অভিভাবকদের মধ্যে আতংঙ্ক বিরাজ করছে।
-ইউসুফ আলী
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply