শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ইসলামী ব্যাংকের আমানত এখন ১ লক্ষ ৮৩ হাজার কোটি নড়াইলে আরজেএফ’র মতবিনিময়-পরিচিতি সভা ও বনভোজন অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র–বাংলাদেশ সম্পর্ক জোরদারে দায়িত্ব নিলেন ব্রেন্ট ক্রিস্টেনসেন জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান: ঢাবির ৪ শিক্ষককে স্থায়ী বহিষ্কারের সুপারিশ তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা করলো নির্বাচন কমিশন ময়মনসিংহ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ইসিতে আপিল শুনানি শুরু স্ট্যান্ডার্ড ব্যাংকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন জনাব গুলজার আহমেদ বাংলাদেশে প্রথমবার ‘ড্যান্সিং অরোরা’ ডিজাইনে অপো রেনো ১৫ সিরিজ ফাইভজি নড়াইলে আরজেএফ’র মতবিনিময়-পরিচিতি সভা ও বনভোজন অনুষ্ঠিত

বিক্ষোভের মধ্যে জাপানের সাবেক প্রধানমন্ত্রীর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৪ Time View

কড়া নিরাপত্তার মধ্যে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। দেশটিতে গত ৫৫ বছরের মধ্যে প্রথম কোনো সাবেক প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয়ভাবে শেষকৃত্য সম্পন্ন করা হলো।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ফুলেল শ্রদ্ধা, প্রার্থনা আর ১৯ বার গান স্যালুটের মাধ্যমে দেশটির সাবেক প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয়ভাবে শেষ শ্রদ্ধা জানানো হয়।

আবের শেষকৃত্য অনুষ্ঠান শুরু হয় স্থানীয় সময় দুপুর ২টায়। আবের দেহভস্ম রাজধানী টোকিওর নিপ্পন বুদোকান হলে রাখা হয়। এ সময় সামরিক ব্যান্ডের সংগীত ও গার্ড অব অনারের শব্দ হলের ভেতরে প্রতিধ্বনিত হয়।

এদিকে শেষকৃত্য আয়োজন নিয়ে জাপানের সাধারণ মানুষের ঘোর আপত্তি ছিল। তবে দীর্ঘদিন দেশের জন্য কাজ করে যাওয়া শিনজো আবের এই রাষ্ট্রীয় শেষকৃত্য সম্পন্ন করতে বদ্ধপরিকর ছিলেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।

অনুষ্ঠানে অংশ নেওয়া দেশি-বিদেশি অতিথিদের নিরাপত্তায় রাজধানী টোকিও জুড়ে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর ২০ হাজার সদস্য। জাপানে চরম মূল্যস্ফীতির মধ্যে জাঁকজমক ও ব্যয়বহুল এ অনুষ্ঠানের বিরোধিতা করে কয়েক দিন ধরে বিক্ষোভ করছে দেশটির জনগণ।

উল্লেখ্য, গত ৮ জুলাই দেশটির পশ্চিমাঞ্চলের নারা শহরে রাজনৈতিক কর্মসূচির সময় গুলিবিদ্ধ হন শিনজো আবে। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় তাঁর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS