নিজস্ব প্রতিনিধিঃ গতকাল গাইবান্ধা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে উক্ত ত্রি-বার্ষিক সম্মেলনে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি সামছুল আলম হিরু ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী অমিষ চন্দ্র সেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক ও মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডঃ হাছান মাহমুদ এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী শাহজাহান খান এমপি, রংপুর বিভাগের দায়িত্ব নিয়ে থাকেন বাংলাদেশ আওয়ামী লীগের ছাএ লীগের সম্পাদক সাবেক ছাএ নেতা জনাব সাখাওয়াত হোসেন, আরও উপস্থিত ছিলেন সাবেক এমপি সফুরা বেগম।
শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধান অতিথি বাংলাদেশের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতু মন্ত্রী জনাব ওবায়দুল কাদের এমপি।
সভা পরিচালনা করেন গাইবান্ধা জেলা সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগ সহ ছাএ লীগ, যুবলীগ, প্রজন্ম লীগ,তাতী লীগ সহ সকল নেতাসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।উক্ত সম্মেলনে গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন জনাব আবু বক্কর সিদ্দিক এবং সাধারণ সম্পাদক জনাব মোজাম্মেল হক মন্ডল।
-শাহজাদা
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply