নিজস্ব প্রতিনিধিঃ ১লা জুলাই ২০২২ থেকে এশিয়ান মোটরবাইকস লিমিটেড এর সহ প্রতিষ্ঠান “Vulcan Lifestyle” ভারতীয় হেলমেট ব্র্যান্ড VEGA এর অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হিসেবে নিয়োগ হয়েছে। “Vega Auto Accessories Private Limited” এর Axor ব্র্যান্ডের হেলমেট এরও একমাত্র অফিসিয়াল ডিস্ট্রিবিউটর এশিয়ান মোটরবাইকস লিমিটেড এর “Vulcan Lifestyle”. VEGA হেলমেট অত্যন্ত উন্নতমানের একটি হেলমেট। VEGA হেলমেট এ থাকছে 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ 100+ গ্রাফিক্স। আমাদের উদ্দেশ্য হল অ-প্রত্যয়িত হেলমেট এড়াতে বাইকার এবং পিলিয়নকে সচেতন করা। VEGA হেলমেট প্রতিটি বাইকারের নিরাপত্তা নিশ্চিত করবে।
আজ ১২ই সেপ্টেম্বের বেলা ১২.৩০ ঘটিকায় প্রেস ক্লাব হোসেন মানিক মিয়া হলে প্রেস সম্মেলনের মাধ্যমে VEGA হেলমেটের উদ্বোধন। এই অনুষ্ঠানে সবার জনপ্রিয় টিভি সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট’-এর কাবিলা নামে সুপরিচিত ‘জিয়াউল হক পলাশ’ VEGA হেলমেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে উপস্থিত ছিলেন। এশিয়ান মোটরবাইকস লিমিটেড এর হেড অব বিজনেস জনাব সাফাত ইশতিয়াক, ম্যানেজার অব সেলস জনাব মরতুজা বশীর সহ আর অনেকে।
“VEGA Helmet” এর মাধ্যমে বাংলাদেশের হেলমেট ব্যবসার উন্নতি দ্রুত গতিশীল হবে। বাইকার ভাইদের কাছে আহবান থাকবে গ্রে মার্কেট থেকে আনঅফিসিয়াল VEGA হেলমেট থেকে বিরত থাকার জন্য। বাংলাদেশে শুধু মাত্র Vulcan Lifestyle এবং এটির ডিলার পয়েন্টে পাওয়া যাবে VEGA হেলমেট।
-ফাহিম
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply