সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০১:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ

স্যামসাং ক্রিস্টাল ফোরকে ইউএইচডি টিভিতে আকর্ষণীয় মূল্য ছাড়

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

[ঢাকা, ২৫ আগস্ট, ২০২২] ’বিগ টিভি ডেজ’ শীর্ষক নতুন একটি ক্যাম্পেইন চালু করেছে স্যামসাং কনজ্যুমার ইলেক্ট্রনিকস। ক্যাম্পেইনের দূর্দান্ত অফার উপভোগ করে ইতোমধ্যেই অনেক গ্রাহক স্যামসাং এ-সিরিজের “বিগ” অর্থাৎ সুবিশাল সব ক্রিস্টাল ফোরকে ইউএইচডি টেলিভিশন ঘরে এনে বসাচ্ছেন বিনোদনের জমজমাট আসর।
এ ক্যাম্পেইন চলাকালীন ক্রেতারা স্যামসাংয়ের এ-সিরিজের নির্দিষ্ট কিছু মডেলের টেলিভিশন ক্রয়ে আকর্ষণীয় ছাড় সুবিধা পাবেন। ক্যাম্পেইনের আওতাধীন টেলিভিশন মডেলগুলো হলো – ৫৪,৯০০ টাকায় ৪৩ ইঞ্চি ৪৩এইউ৭৭০০ (সাধারণ মূল্য ৫৯,৯০০ টাকা); ৭২,৯০০ টাকায় ৫০ ইঞ্চি ৫০এইউ৭৭০০ (সাধারণ মূল্য ৭৯,৯০০ টাকা); ৮৯,৯০০ টাকায় ৫৫ ইঞ্চি ৫৫এইউ৭৭০০ (সাধারণ মূল্য ৯৯,৯০০ টাকা); ১,১৬,৯০০ টাকায় ৬৫ ইঞ্চি ৬৫এইউ৭৭০০ (সাধারণ মূল্য ১,৩৪,৯০০ টাকা); ১,২৫,০০০ টাকায় ৫৫ ইঞ্চি ৫৫কিউ৬০এ (সাধারণ মূল্য ১,৪৪,৯০০ টাকা); ২,৪২,০০০ টাকায় ৭৫ ইঞ্চি ৭৫এইউ৮০০০ (সাধারণ মূল্য ২,৬৪,৯০০ টাকা) এবং ৩,৭৫,০০০ টাকায় ৮৫এইউ৮০০০০ (সাধারণ মূল্য ৩,৯৯,৯০০ টাকা)। বিশাল মূল্য হ্রাস ছাড়াও এই ক্যাম্পেইনের আওতায় ক্রেতারা ৫ হাজার টাকা সমমূল্যের এক্সচেঞ্জ অফার সুবিধা উপভোগ করতে পারবেন।
এ প্রসঙ্গে স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিক্সের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, ”সময়ের সাথে সাথে বড় স্ক্রিনের টিভির চাহিদা ক্রমশ বাড়ছে, যা মেটাতে আমরা সবসময় সচেষ্ট রয়েছি। ক্রেতারা বর্তমানে নিজেদের বাড়িতেই উন্নত মানের এন্টারটেইমেন্ট সল্যুশন চান, বিশেষ করে বড় স্ক্রিনের টিভি কিনতে চান, যা তাদের সিনেম্যাটিক ভিউইং এক্সপেরিয়েন্স দিতে পারে। ক্রেতাদের এ চাহিদা পূরণেই আমরা বিগ টিভি ডেজ ক্যাম্পেইন চালু করেছি, যেখানে বড় স্ক্রীন এর টিভি গুলোতে বেশি পরিমাণ অর্থ সাশ্রয়ের এর সুযোগ থাকছে । এ-সিরিজের টিভিগুলো তাদের বিনোদনের অভিজ্ঞতাকে আরো উন্নত করবে বলে আমরা প্রত্যাশা করছি”। ‘বিগ টিভি ডেজ’ ক্যাম্পেইনের সুবিধা উপভোগ করতে স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকসের অফিশিয়াল আউটলেটগুলো থেকে ঘুরে আসুন আজই।

স্যামসাং: টেলিভিশন ও রেফ্রিজারেটরের ক্ষেত্রে বৈশ্বিকভাবে এক নম্বর ব্র্যান্ড স্যামসাং ইলেক্ট্রনিকস। রূপান্তরমূলক ধারণা ও প্রযুক্তির মাধ্যমে স্যামসাং ইলেকট্রনিক্স বিশ্বব্যাপী অনুপ্রেরণামূলক এবং অগ্রগতির কাজ করছে। প্রতিষ্ঠানটি টিভি, স্মার্টফোন, ওয়্যারেবল ডিভাইস, ট্যাবলেট, ক্যামেরা, ডিজিটাল অ্যাপ্লায়েন্স, মেডিকেল ইকুইপমেন্ট, নেটওয়ার্ক সিস্টেম, সেমিকন্ডাক্টর এবং এলইডি সল্যুশনের ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রেখেছে। এ সংক্রান্ত প্রাসঙ্গিক খবরের জন্য অনুগ্রহ করে স্যামসাং নউিজরুম ভিজিট করুন: news.samsung.com

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS