সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০১:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ

স্থানীয় পার্টনার ইকোসিস্টেমের ক্ষমতায়নে নিরলস কাজ করে যাচ্ছে মাইক্রোসফট বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২২ আগস্ট, ২০২২

[ঢাকা, আগস্ট ২০, ২০২২] সম্প্রতি মাইক্রোসফট বাংলাদেশ ‘২০২২ পার্টনারশিপ লিডারশিপ
ফোরাম’ আয়োজন করে। স্থানীয় পার্টনারদের ব্যাবসায়িক উদ্ভাবন ও সম্প্রসারণে সহায়তা, এ
খাতের বিভিন্ন প্রতিষ্ঠান ও গ্রাহকদের জন্য ডিজিটাল ট্রান্সফরমেশনে বিনিয়োগ, এবং নিজেদের
প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করতে মাইক্রোসফট এ অনুষ্ঠানটির আয়োজন করে। ফোরামের পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানও আয়োজন করা হয়।
যে পার্টনাররা উদ্ভাবনে স্বকীয়তা প্রদর্শন করেছে এবং মাইক্রোসফটের প্রযুক্তির ওপর নির্ভর
করে কাস্টমার সল্যুশন নিশ্চিত করেছে, তাদের স্বীকৃতিদানে রাজধানীর শেরাটন ঢাকায় পার্টনারশিপ লিডারশিপ ফোরাম অনুষ্ঠিত হয়।

মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুপ ফারুক বলেন, “আমরা আমাদের সকল পার্টনারদের প্রতি কৃতজ্ঞ, যারা প্রতিকূল পরিবেশে কাজ করা সত্বেও, মাইক্রোসফটের প্রযুক্তি সফলভাবে ব্যবহার করে উদ্ভাবন ও সল্যুশনের মাধ্যমে গ্রাহকদের প্রতি তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন। নতুন ও উদ্ভাবনী সুযোগ তৈরি করে পার্টনারদের ক্ষমতায়ন করার মাধ্যমে আমরা সামনের দিকে এগিয়ে যাবো, যা আমাদের দেশের অর্থনৈতিক এবং সামাজিক সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে সহায়তা করবে।”
মাইক্রোসফট পার্টনার অ্যাওয়ার্ড একটি বাৎসরিক আয়োজন, যার মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে
পার্টনারদের অসামান্য সফলতা এবং উদ্ভাবনের স্বীকৃতি দেয়া হয়। ক্যাটাগরিগুলো হচ্ছে – পার্টনার কমপিটেন্সি, ক্লাউড-টু-এজ টেকনোলজি, এন্ট্রেপ্রেনিউরিয়াল স্পিরিট এবং স্যোশাল ইমপ্যাক্ট।
মাইক্রোসফট সাউথইস্ট এশিয়া নিউ মার্কেটের চিফ পার্টনার অফিসার আন ফাম বলেন, “আমাদের গ্রাহকদের বিজনেস ট্রান্সফরমেশন নিশ্চিত করার লক্ষে টেকনোলজি, সার্ভিসেস এবং ‘ক্লাউড-টু- এজ’ সল্যুশন সহজলভ্য করতে মাইক্রোসফটের পার্টনারদের ভূমিকা অনস্বীকার্য। আমি এ বছরের বাংলাদেশ পার্টনার অ্যাওয়ার্ড প্রাপ্তদের অভিনন্দন জানাই। মাইক্রোসফটের লক্ষ্য বিশ্বের প্রত্যেক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ক্ষমতায়ন করার। মাইক্রোসফটের এ লক্ষ্যকে এগিয়ে নিতে সহযোগিতা করায় পার্টনারদের স্বাগত জানাই।”


অ্যাওয়ার্ড ক্যাটাগরি – পার্টনারদের নাম ঃ
বাংলাদেশ মাইক্রোসফট ক্লাউড সল্যুশন ডিরেক্ট সিএসপি পার্টনার অব দ্য ইয়ার ২০২২ – আমরা টেকনোলজিস লিমিটেড,

বাংলাদেশ মাইক্রোসফট ক্লাউড সল্যুশন ইন ডিরেক্ট প্রোভাইডার অব দ্য ইয়ার ২০২২ – স্মার্ট টেকনোলজিস বাংলাদেশ লিমিটেড

বাংলাদেশ মডার্ন ওয়ার্ক এসএমবি ক্লাউড পার্টনার অফ দ্য ইয়ার ২০২২ – আমরা টেকনোলজিস লিমিটেড

বাংলাদেশ ডায়নামিকস পার্টনার অব দ্য ইয়ার ২০২২ – সফটসার্ভ প্রাইভেট লিমিটেড

বাংলাদেশ মাইক্রোসফট টিমস এক্সেলেন্স পার্টনার অব দ্য ইয়ার ২০২২ – ই জেনারেশন লিমিটেড

বাংলাদেশ সিকিউরিটি পার্টনার অব দ্য ইয়ার ২০২২ – থাকরাল ইনফরমেশন সিস্টেমস প্রাইভেট লিমিটেড

বাংলাদেশ মডার্ন ওয়ার্ক পার্টনার অব দ্য ইয়ার ২০২২ – ই জেনারেশন লিমিটেড

বাংলাদেশ আযুরে মাইগ্রেট পার্টনার অব দ্য ইয়ার ২০২২ – করপোরেট প্রযুক্তি লিমিটেড

বাংলাদেশ আযুরে ইনোভেইট পার্টনার অব দ্য ইয়ার ২০২২ – করপোরেট প্রযুক্তি লিমিটেড

বাংলাদেশ এসএপি অন আজ্যুর পার্টনার অব দ্য ইয়ার ২০২২ – ই জেনারেশন লিমিটেড

বাংলাদেশ কান্ট্রি পার্টনার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড ২০২২ – আমরা টেকনোলজিস লিমিটেড

-শেষ-

মাইক্রোসফট সম্পর্কে:
মাইক্রোসফট (নাসডাক ‘এমএসএফটি’ @মাইক্রোসফট) ইন্টেলিজেন্ট ক্লাউড ও ইন্টেলিজেন্ট’র
যুগে ডিজিটাল ট্রান্সফরমেশনে সহায়ক ভূমিকা পালন করছে। এর লক্ষ্য হচ্ছে বিশ্বের প্রতিটি
ব্যক্তি ও সংস্থা যেন আরো সক্ষমতা অর্জন করতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS