শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৭:৪৩ পূর্বাহ্ন

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে আইএফআইসি ব্যাংক-এর শ্রদ্ধাঞ্জলী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ২১ আগস্ট, ২০২২

২১ আগস্ট, ২০২২ ঢাকা:

১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের এই দিনে বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের বেশির ভাগ সদস্য শহীদ হন। যথাযথ ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে আইএফআইসি ব্যাংক দিবসটি পালন করে।

এরই ধারাবাহিকতায় গত ২০ আগস্ট (শনিবার) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শ্রদ্ধাঞ্জলী শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

শ্রদ্ধাঞ্জলীতে অংশ গ্রহণ করেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব শাহ এ সারওয়ার, উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা ও মনিতুর রহমান, সিএফও দিলীপ কুমার মন্ডল। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উর্ধ্বর্তন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন শাখা-উপশাখার কর্মীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS