ইসলামিক ফাউন্ডেশনের জাকাত ফান্ড থেকে ১ কোটি ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ ৬ জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় সাক্ষীদের জবানবন্দি রেকর্ডের তারিখ ৬ সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে দিয়েছেন ঢাকার একটি আদালত।
রাষ্ট্রপক্ষ শুনানি স্থগিত চেয়ে আবেদন করায় ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক সৈয়দা হোসনে আরা এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সরকারি কৌঁসুলি মোশাররফ হোসেন কাজল এ তথ্য জানান।
এর আগে গত বছরের ১১ জানুয়ারি এই মামলায় সাঈদীসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন একই আদালত। মামলার অন্য ৫ আসামি হচ্ছেন- ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক মোহাম্মদ লুৎফুল হক, মসজিদ কাউন্সিল ফর কমিউনিটি অ্যাডভান্সমেন্টের সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আজাদ, বন্ধুজন পরিষদের প্রধান সম্পাদক মিয়া মোহাম্মদ ইউনুস, ইসলামী সমাজকল্যাণ কেন্দ্রের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন এবং ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ কাউন্সিলের সহকারী পরিচালক মো. আব্দুল হক। এই ৫ জনের মধ্যে ৪ জন জামিনে এবং আবুল কালাম আজাদ পলাতক রয়েছেন।
২০১০ সালের ২৪ মে রাজধানীর শেরেবাংলা নগর থানায় ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক আইয়ুব আলী চৌধুরী বাদী হয়ে মামলাটি করেন। ২০১২ সালের ৩০ এপ্রিল দুদকের সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী মামলায় চার্জশিট দাখিল করেন।
এদিকে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত সাঈদীকে অসুস্থতার কারণে আজ আদালতে হাজির করা হয়নি। তিনি এখন গাজীপুরের কাশিমপুর কারাগারে রয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply